Top 5 Scooters: দিওয়ালিতে স্কুটার কেনার প্ল্যান করছেন? আপনার জন্য সেরা পাঁচ মডেলের খোঁজ রইল

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী সপ্তাহের শুরুতেই দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব, দীপাবলি। নানা ধরনের রঙের আলোয় সেজে উঠবে চারিদিক। এই উৎসবের দিনটিকে আরো রঙিন করে তুলতে বাড়িতে নিয়ে আসতে পারেন আপনার পছন্দের একটি স্কুটার। কিংবা উপহার হিসেবে তুলে দিতে পারেন আপনার প্রিয়জনের হাতে। দিওয়ালি উপলক্ষে নানান ধরনের অফার, ডিসকাউন্ট ও ক্যাশব্যাক নিয়ে হাজির দেশের নামিদামি স্কুটার নির্মাতারা। এই ফেস্টিভ সিজনে আপনি যদি একটি পেট্রোল চালিত স্কুটার কেনার কথা ভাবেন সে ক্ষেত্রে আপনার হাতে রয়েছে নানান ধরনের অপশন। এমনই সেরা ৫ টি স্কুটারের সন্ধান দিলাম আমরা।

Honda Activa 6G

ভারতীয় ভূখণ্ডে সবচেয়ে বেশি বিক্রি হওয়া একমাত্র স্কুটার হল হোন্ডা অ্যাক্টিভা। স্কুটারটির ষষ্ঠ প্রজন্ম স্বমহিমায় দাপিয়ে বেড়াচ্ছে এদেশের বাজার। বাজেটের মধ্যে থাকায় নির্দ্বিধায় এই মডেলটি ঘরে আনতে পারেন। তাছাড়াও বর্তমানে দিওয়ালি উপলক্ষে এই স্কুটারটির উপর ক্যামব্যাক ও জিরো ডাউন পেমেন্ট অফার করছে হোন্ডা। কলকাতায় এক্স-শোরুম দাম ৭৫,০০০ টাকা থেকে শুরু।

TVS NTorq 125

টিভিএস এনটর্ক একটি স্টাইলিশ ও পারফরম্যান্স সমৃদ্ধ স্কুটার হিসাবেই পরিচিত। এই মডেলটির বোল্ড ডিজাইন এবং এর চোখ ধাঁধানো গ্রাফিক্সের কাজ সত্যিই প্রশংসনীয়। আরো বেশি আকর্ষণীয় এর Race XP সংস্করণটি। সাথে রয়েছে ১২৫ সিসির ইঞ্জিনের ভরসা। উপরন্তু এনটর্কের XT সংস্করণে রয়েছে ডুয়েল স্ক্রিন ও একগুচ্ছ সংযোগকারী বৈশিষ্ট্য। স্কুটারটির ফিউচারিস্টিক বৈশিষ্ট্য একে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে রেখেছে। তাই আপনি যদি প্রতিদিনের চলাচলের পাশাপাশি সপ্তাহানতে ভ্রমণের জন্য একটি স্কুটার কিনতে চান সেক্ষেত্রে এনটর্ক আদর্শ অপশন। শহরে এনটর্কের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৪,০০০ টাকা থেকে।

Suzuki Avenis 125

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পোর্টি ও স্টাইলিশ ১২৫ সিসি স্কুটার সুজুকি অ্যাভেনিস। Access 125 এর দুর্দান্ত ইঞ্জিনটিই এতে ব্যবহার করা হয়েছে। শার্প লুকের অধিকারী এই স্কুটারটি পারফরমেন্সের দিক থেকেও সেরা। এর প্রধান হাইলাইটেড দিকগুলি হল এর ইঞ্জিন রিফাইনমেন্ট, হ্যান্ডেলিং ও জ্বালানি সাশ্রয়। তাই অবশ্যই আপনার পছন্দের তালিকায় সুজুকির এই স্কুটারটি রাখতেই পারেন। কলকাতায় এক্স-শোরুম দাম প্রায় ৯০,০০০ টাকা।

Hero Pleasure 110+

হিরো প্লেজার প্লাস হালকা এবংাঅপেক্ষাকৃত কম দামের স্কুটারগুলির মধ্যে একটি। বেশ কয়েক বছর ধরে ভারতবাসীর ভরসাযোগ্য স্কুটার হিসেবে নিজের জায়গা তৈরি করে নিতে পেরেছে এটি। বিগত ২০১৯ সালে নবরূপে আত্মপ্রকাশ ঘটে হিরো প্লেজারের। দেশের তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট আকর্ষণীয় হিরোর এই স্কুটারটি। কয়েকদিন আগেই আকর্ষণীয় রং নিয়ে হিরো মোটকর্পের XTec সংস্করণ যুক্ত হয়েছে এতে। তাই অবশ্যই সামনের দীপাবলিতে এলইডি প্রজেক্টর হেডলাইট ও ব্লুটুথ সংযোজনযুক্ত হিরো প্লেজারের এই ভ্যারিয়েন্টটি বাড়িতে আনতে পারেন। সাধারণ প্লেজার প্লাসের দাম প্রায় ৭০,০০০ টাকা (এক্স-শোরুম)।

Yamaha Aerox 155

ইয়ামাহার একমাত্র ম্যাক্সি স্টাইলের স্কুটার Aerox 155 ছাড়া আজকের এই তালিকা অসম্পূর্ণ। R15 এর ইঞ্জিন সমৃদ্ধ এই স্কুটারটি বাস্তব ক্ষেত্রেই যথেষ্ট শক্তিশালী ও পারফরম্যান্স প্রদানকারী মডেল। সাথে এর আকর্ষণ বাড়িয়েছে এলইডি হেডলাইট, সিঙ্গেল চ্যানেল এবিএস, ব্লুটুথ ও ১৪০ সেকশনের বৃহদাকার টায়ার। প্রতিদিনের চলাচল ছাড়াও দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার জন্য অনবদ্য কম্বিনেশন এটি। তাই এই দীপাবলিতে নতুন স্কুটার হিসেবে অবশ্যই এই মডেলটির টেস্ট রাইড নিয়ে দেখতে পারেন। মূল্য ১,৪২,০০০ টাকা (এক্স-শোরুম)।