আয়রন ম্যান ও ক্যাপ্টেন আমেরিকার পোশাকে নজরকাড়া Marvel এডিশন স্কুটার লঞ্চ করল Honda

বর্তমানে ম্যাক্সি স্টাইলের স্কুটারগুলির রমরমা সারা বিশ্বজুড়েই। ভারতে হোন্ডার ঝুলিতে এমন মডেল না থাকলেও বিভিন্ন দেশে ম্যাক্সি স্কুটার বিক্রি করে তারা। ফিউচারিস্টিক ডিজাইন, অত্যাধুনিক ফিচার এবং আকর্ষণীয় পারফরম্যান্সের উপরে দাঁড়িয়েই এমন স্কুটারের চাহিদা ঊর্দ্ধমুখী। সুপারহিরোর থিম থেকে অনুপ্রাণিত হয়ে এবার থাইল্যান্ডে সংস্থাটি তাদের ADV 160 ম্যাক্সি স্কুটারের একজোড়া মার্ভেল এডিশন মডেল লঞ্চ করেছে।

নতুন মডেল দু’টির সবচেয়ে বড় হাইলাইট হল পোশাক। হলিউডের বিখ্যাত সিনেমা মার্ভেল(Marvel) থেকেই আয়রনম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের অনুকরণে সাজানো হয়েছে স্কুটার দুটিকে। এরমধ্যে আয়রনম্যান মডেলটিতে বেশিরভাগ জায়গাতেই লাল রঙের আধিক্য চোখে পড়ে, সাথে রয়েছে সোনালী রঙের কারুকার্য। যা দেখলে বাস্তবিক ক্ষেত্রেই আয়রন ম্যানের চেহারা মনে পড়বে আপনার।

অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করা মডেলটির সারা শরীরে নীল রঙের সঙ্গে সাদা ও লালের কাজ রয়েছে। এক্ষেত্রেও স্কুটার বডি প্যানেলগুলি বেশ উজ্জ্বল। রংয়ের পরিবর্তন ছাড়া ADV 160 এর বাকি ফিচার্স সম্পূর্ণভাবে অপরিবর্তিত রাখা হয়েছে।

Honda ADV 160 Marvel এডিশনে সাধারণ মডেলের ন্যায় ১৬ বিএইচপি এবং ১৪.৭ এনএম আউটপুট দিতে সক্ষম ইঞ্জিন বর্তমান। স্কুটারটি ডাবল ক্র্যাডেল ফ্রেম এর উপর নির্মিত। সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়েল শক অ্যাবজর্ভার বিদ্যমান। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। এছাড়া ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার ভরপুর রয়েছে এতে। স্পেশ্যাল এডিশন মডেলের অবশ্য মাত্র ৩,০০০ ইউনিট তৈরি করবে হোন্ডা।

ভারতবর্ষের জন্য সুখবর হল এই যে ইতিমধ্যেই এদেশে ADV 150 স্কুটারটির জন্য পেটেন্ট ডিজাইন ফাইল করেছে জাপানের এই সংস্থা। তবে তা আগামীতে লঞ্চ হতে সময় লাগবে খানিকটা। ভারতবর্ষের বাজারে ম্যাক্সি স্কুটারের জগতে এই মুহূর্তে অন্যতম সেরা মডেলগুলির মধ্যে রয়েছে- Yamaha Aerox 155, Suzuki Burgman Street, Aprilia SRX 160।