Honda CB300X: হোন্ডার নতুন বাইকের নাম ফাঁস হল, থাকবে শক্তিশালী 300cc ইঞ্জিন

এই সপ্তাহে 100cc সেগমেন্টে নতুন Shine লঞ্চ করে Splendor-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে Honda। বর্তমানে ভারতে এটাই তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেল। তবে সংস্থার এখন নজর বেশি ক্যাপাসিটির ইঞ্জিনের দিকে। তারা যে একটি ব্র্যান্ড নিউ অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের উপর কাজ করছে, সে খবর ইতিমধ্যেই সামনে এসেছে। সূত্রের দাবি স্ট্রিটফাইটার মডেল CB300F-এর উপর ভিত্তি করে আসবে সেটি। নাম রাখা হতে পারে – Honda CB300X।

Honda CB300X কেমন হবে

গত বছর হোন্ডা তাদের Hornet 2.0-এর উপর ভিত্তি করে অ্যাডভেঞ্চার স্টাইলের CB200X মোটরসাইকেল লঞ্চ করেছিল। তবে এতে লং-ট্রাভেল সাসপেনশন, বৃহত্তর ফ্রন্ট হুইল এবং বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের অভাব প্রত্যক্ষ করা গিয়েছে। তাই এবারে তারা CB300F-এর উপর ভিত্তি করে একটি নতুন ৩০০ সিসির ট্যুরার বাইক আনার প্রস্তুতি নিচ্ছে।

Honda CB300X ইঞ্জিন

হোন্ডা সিবি৩০০এক্স দুর্গম ও মেঠো পথে চলাচলের জন্য উপযুক্ত মডেল হবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, সিবি৩০০এফ মডেলে চলার শক্তি জোগাতে রয়েছে একটি ২৯৩ সিসি, এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ২৪.৪৭ পিএস শক্তি এবং ২৫.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। বাজারে বাইকটি ২,২৫,৯০০ টাকা (এক্স-শোরুম) দামে উপলব্ভ।

হোন্ডা সিবি৩০০এক্স অ্যাডভেঞ্চার নেকেড বাইকের ওই একই ইঞ্জিন সহ আসবে বলে অনুমান করা হচ্ছে। একটি নতুন ৩০০ সিসির অ্যাডভেঞ্চার বাইক পোর্টফোলিয়তে যুক্ত হলে, Suzuki V-Strom SX এবং KTM 390 Adventure-এর মাঝামাঝি সেগমেন্টের ভাল মডেল অফার করতে পারবে হোন্ডা। তবে বাইকটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।