Honda CL500: ছয়ের দশকের নস্ট্যালজিয়া জাগিয়ে সাবেকি স্টাইলের নতুন বাইক আনল হোন্ডা

ইতালির মিলন শহরে আয়োজিত মোটরবাইক শো EICMA-তে এবার এক বড়সড় ধামাকা নিয়ে হাজির হোন্ডা(Honda)। জাপানের এই বিখ্যাত বাইক প্রস্তুতকারী সংস্থা এবার তাদের ৫০০ সিসির সেগমেন্টের যুক্ত করল এক নতুন স্ক্র্যাম্বলার মডেল- CL500। সাম্প্রতিককালে বিশ্বজুড়ে স্ক্র্যাম্বলার মডেলের প্রতি জনগণের অত্যাধিক আকর্ষণ বৃদ্ধির কারণে বহু বাইক নির্মাতায় এই জাতীয় মডেল লঞ্চ করার পথে হেঁটেছে। সাবেকিয়ানার সাথে আধুনিকতার মিশলে তৈরি এই জাতীয় বেশ কয়েকটি স্ক্র্যাম্বলার রয়েছে হোন্ডার পোর্টফোলিওতে।

এছাড়াও হোন্ডার হাতে রয়েছে ৫০০ সিসির আরও চারটি মোটর বাইক। এদের মধ্যে স্ট্রিট বাইক সেগমেন্টে রয়েছে CB500F। অন্যদিকে ক্রুজার ও স্পোর্টস বাইক ফ্যামিলির অন্তর্গত Rebel 500 ও CBR500R। সর্বশেষে ভারতে বিক্রি হওয়া অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে আছে CB500X।

Honda CL500 এর ডিজাইন খানিকটা চিরাচরিত ভঙ্গির বিপরীতধর্মী, যা আপনাকে ৬০ এবং ৭০-এর দশকের রেট্রো স্টাইলের বাইকের কথা মনে করাবে। এতে রয়েছে বৃহৎ ও উঁচু করা একজস্ট পাইপ, যার চারপাশে অ্যালুমিনিয়ামের প্রটেকশন চোখে পড়ে। যদিও বাইকটির সামনের অংশ খুবই সাধারণ এবং অল্প পরিমাণ কারুকার্য যুক্ত। সামনে রয়েছে গোলাকার হেডলাইট এবং রেবেল সংস্করণটির মত ফ্রেম যুক্ত একটি কম্প্যাক্ট ফুয়েল ট্যাঙ্ক। Honda CL500 বাইকটি অফ-রোড এর পাশাপাশি শহরের ব্যস্ততম রাস্তাতেও সাবলীল ভাবে চলতে সক্ষম। এমনকি এই মডেলটির জন্য সংস্থার তরফে মিলবে অনেক ধরনের অ্যাক্সেসরিজ যা গ্রাহক তার নিজের পছন্দ মত নির্বাচন পারবেন।

পারফরম্যান্স প্রসঙ্গে বলতে গেলে হোন্ডা সিএল ৫০০ মডেলটিকে চালিকাশক্তি যোগায় ৪৭১ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন যা উন্নত লো-এন্ড পারফরম্যান্স প্রদান করার জন্য বিশেষভাবে টিউন করা। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৬.৫ বিএইচপি শক্তি ও ৪৩.৪ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। সাথে রয়েছে ৬ ধাপযুক্ত গিয়ার বক্স ও স্লিপার ক্লাচ।

স্ক্র্যাম্বলার ডিজাইনের হোন্ডা সিএল ৫০০ এর সামনে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল থাকলেও পিছনে রয়েছে ১৭ ইঞ্চির চাকা। এতে মিলবে ব্লক প্যাটার্ন টায়ার। উন্নত সাসপেনশনের জন্য সামনের দিকে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল ডুয়েল স্প্রিং ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে উভয় চাকাতেই সিঙ্গেল ডিস্ক উপলব্ধ। এর সিটের উচ্চতা ৭৯০ মিমি। উপরন্তু, হ্যান্ডেল বার-এর উচ্চতা বেশি হওয়ার কারণে চালক এতে বাড়তি সুবিধা পাবেন।

হোন্ডা সিএল ৫০০ এর ফুয়েল ট্যাঙ্কের গায়ে রয়েছে ট্যাংক প্যাড। এর তেল ধারন ক্ষমতা ১২ লিটার। এটি ভর্তি থাকলে ৩০০ কিমি রাস্তা পাড়ি দেওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। অন্যান্য অ্যাডভান্সড ফিচারের মধ্যে মিলবে ফুল এলইডি লাইট, নেগেটিভ এলইডি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এমার্জেন্সি স্টক সিগন্যাল (ESS), হ্যান্ড ব্রেকিং(গাড়ির মতোই) এবং ডুয়েল চ্যানেল এবিএস।

আন্তর্জাতিক বাজারে Honda CL500-এর বিক্রি আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে হোন্ডার এই মডেলটির ভারতবর্ষে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।