Forza 350: স্পোর্টস বাইকের থেকেও শক্তিশালী স্কুটার ভারতে আনছে Honda, ডিজাইন চোখে লেগে থাকার মতো

ইদানিং ভারতের টু-হুইলারের বাজারে একটি বহুল চর্চিত সেগমেন্ট হল ম্যাক্সি স্কুটার। দিনকে দিন এই জাতীয় স্কুটারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। স্টাইলিশ ও আধুনিকতার মিশেল থাকার রাস্তায় পাশ দিয়ে গেলে নজর টানবেই। এবারে এদেশে তেমনই একটি স্কুটারের পেটেন্ট দায়ের করল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। যার নাম – Honda Forza 350। উল্লেখ্য, এদেশে এই প্রথম এই ব্র্যান্ডের টু-হুইলারের পেটেন্ট দায়ের করা হল। তবে পেটেন্ট দায়ের করা হয়েছে বলেই যে ম্যাক্সি স্কুটারটি ভারতে লঞ্চ হবে, তেমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কারণ এর আগেও এমন ঘটনা বহুবার ঘটতে দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে বিক্রিত টু-হুইলারের ব্র্যান্ড এর আগেও ভারতে পেটেন্ট করেছে হোন্ডা। যার প্রধান উদ্দেশ্য এদেশে নিজেদের ওই নামের ব্র্যান্ডটির আইনত মালিকানা পাকাপোক্ত করা। কিন্তু Honda Forza 350-র এদেশে লঞ্চের বিষয়ে ম্যাক্সি স্কুটারপ্রেমীদের হৃদয়ে সামান্যতম হলেও আসার সঞ্চার হয়েছে, সে কথা উড়িয়ে দেওয়া যায় না।

Honda Forza 350 খুঁটিনাটি

হোন্ডা ফোরজা ৩৫০ ম্যাক্সি স্কুটারটিতে আরামদায়ক রাইজিং সিট, একটি বৃহৎ ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, কমফোর্টেবল পোস্চার, নতুন ডিজাইনের ফ্রন্ট ফেসিয়া এবং চতুর্দিকে এলইডি লাইট। এতে উপস্থিত ৩৩০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড SOHC ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৯ এইচপি শক্তি এবং ৩১.৫ এনএম টর্ক উৎপন্ন হয়।

Honda Forza 350 ভারতে প্রদর্শন

কয়েক বছর আগে হোন্ডা এদেশে ম্যাক্সি-স্কুটারটি কিছু আমদানি করেছিল। যদিও সেটি কেবল ডিলারদের দেখানোর জন্যই আনা হয়েছিল। এবারে সম্ভাব্য ক্রেতাদের জন্য স্কুটারটি হাজির করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারণ এদেশে এই জাতীয় স্কুটারের চাহিদা আগের চাইতে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।

Honda Forza 350 দাম

আন্তর্জাতিক বাজার যেমন আমেরিকাতে Honda Forza 350-এর দাম ৫,৭৯৯ জিবিপি। ভারতীয় মুদ্রার হিসেবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫.৮ লক্ষ টাকা। এদেশে স্কুটারটি লঞ্চ হলে তার দাম তিন-চার লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ভারতে উক্ত সেগমেন্টে Keeway 300cc ও BMW C 400 GT রয়েছে।