Latest Smartphones: OnePlus 11 থেকে Poco X5 Pro 5G, ভ্যালেন্টাইনস সপ্তাহে লঞ্চ হয়েছে এই ফোনগুলি

সাম্প্রতিক সপ্তাহে যেন ফোন লঞ্চের হিড়িক পড়েছে! একদিকে যেমন আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিভিন্ন স্মার্টফোনে অফার পাওয়া যাচ্ছে, তেমনই আবার OnePlus, Poco, Realme-এর মত জনপ্রিয় ব্র্যান্ডগুলি গত ৬ই ফেব্রুয়ারি থেকে আজ ১২ তারিখ অবধি সময়ের মধ্যে ভারতের বাজারে এনেছে তাদের নতুন হ্যান্ডসেট। এর মধ্যে বেশির ভাগ মডেলই মিড রেঞ্জের অধীনে আত্মপ্রকাশ করেছে। সেক্ষেত্রে আপনি যদি লেটেস্ট ফিচারযুক্ত একটি ব্র্যান্ড-নিউ ফোন পকেটস্থ করার কথা ভেবে থাকেন, তাহলে এই সদ্য লঞ্চ হওয়া ফোনগুলি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। ঠিক কী কী ফোন লঞ্চ করেছে কোম্পানিগুলি? সেগুলিতে কী ফিচারই বা দেওয়া হয়েছে? আসুন বিস্তারিতভাবে জেনে নিই।

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে এই পাঁচটি নতুন স্মার্টফোন

১. OnePlus 11: ওয়ানপ্লাস ১১ হল এখনও পর্যন্ত লঞ্চ হওয়া সবচেয়ে আলোচিত স্মার্টফোনগুলির মধ্যে একটি। এর দাম শুরু হচ্ছে ৫৬,৯৯৯ টাকা থেকে। ফিচার বলতে, এই লেটেস্ট ফোনে ২কে (2K) কার্ভড অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর চালিত হবে। ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোন বহন করবে তৃতীয় প্রজন্মের হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স সম্বলিত রিয়ার ক্যামেরা সেটআপের সুবিধা মিলবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস ১১ চার বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি প্যাচ আপডেট পাবে।

২. OnePlus 11R: ওয়ানপ্লাস ১১আর মডেলটি ভারতের বাজারে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর বিশিষ্ট সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যেখানে ইউজাররা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। আবার এই ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সুবিধা উপলব্ধ, তবে তাতে হ্যাসেলব্লাডের ব্র্যান্ডিং নেই। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল যে, হ্যান্ডসেটটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড অফার করবে; ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ। এক্ষেত্রে ওয়ানপ্লাস ১১আর কিনতে গেলে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা।

৩. Realme 10 Pro 5G Coca-Cola Edition: দীর্ঘদিনের চর্চার পর কোকা-কোলা ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করে রিয়েলমি কোম্পানি নতুন রিয়েলমি ১০ প্রো ৫জি কোকা-কোলা স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে একটি কোক বোতলের ডিজাইন এবং ক্যাপ-স্টাইলের সিম কার্ড রিমুভাল টুল দেওয়া হয়েছে। আবার ফিচারের দিক থেকে এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ ওএস ভিত্তিক রিয়েলমি ইউআই ৪ স্কিন মত বিকল্প। এর দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা।

৪. Poco X5 Pro 5G: এই লেটেস্ট পোকো এক্স৫ প্রো ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে। ফোনটিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজের মত ফিচার।

৫. Infinix Zero 5G 2023: এই সপ্তাহে লঞ্চ হওয়া আরেকটি নতুন স্মার্টফোন ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজের মত সুবিধা। অন্যদিকে এই সিরিজে কোম্পানি ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো (Infinix Zero 5G 2023 Turbo) আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে; এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ইত্যাদি ফিচার। এই ফোনগুলি যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে।