Honda পছন্দের সমস্ত বাইকের সম্ভার নিয়ে নতুন শোরুম উদ্বোধন করল

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) ভারতে তাদের কম দামের স্কুটার ও মোটরসাইকেলের সাথে প্রিমিয়াম মডেলের প্রতিও সমান গুরুত্ব আরোপ করছে। কারণ ইদানিং সংশ্লিষ্ট সেগমেন্টের চাহিদাও বাড়ছে রমরমিয়ে। বড় ইঞ্জিনের বাইকের প্রতি ক্রেতারা যেন একটু বেশি দুর্বলতা অনুভব করছেন। তাই হোন্ডা তাদের প্রিমিয়াম ডিলার বিগউইঙ্গ (BigWing) শোরুমের সংখ্যা বৃদ্ধিতে জোর দিচ্ছে। এবারে তামিলনাড়ুর তেনকাসি-তে একটি নতুন বিগউইঙ্গ শোরুম উদ্বোধনের কথা ঘোষণা করল হোন্ডা।

এই প্রসঙ্গে এইচএমএসআই-এর ম্যানেজিং ডিরেক্টর আতসুশি ওগাতা বলেন, “আমাদের লক্ষ্য বিগউইঙ্গ শোরুমের সম্প্রসারণ ঘটানো। যাতে ক্রেতাদের টু-হুইলার কেনার আরও ভালো অভিজ্ঞতা দেওয়া যায়। আজ তেনকাসিতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে আমরা উৎফুল্ল। এই নতুন প্রেমিয়াম আউটলেট থেকে দেশের বিভিন্ন অংশে আমাদের ফান মোটরসাইকেলগুলি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।”

এই মুহূর্তে হোন্ডা বিগউইঙ্গের মাধ্যমে এক ডজন হাই-ক্লাস মোটরসাইকেল বিক্রি করে‌। যেগুলিতে উপস্থিত ৩০০ থেকে ১০০০ সিসির ইঞ্জিন। মডেলগুলি হল – CB300F, CB300R, H’ness CB350, এবং তার Anniversary স্পেশ্যাল এডিশন, CB350RS, CB650R, CB500X, CBR650R CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin অ্যাডভেঞ্চার, এবং ফ্ল্যাগশিপ Gold Twin ট্যুরার।

এদিকে গত আগস্টে ভারতের বাজারে লঞ্চ করা স্ট্রিট ফাইটার মোটরসাইকেল CB300F মডেলে বছরের শেষ অফার হিসেবে এক্স-শোরুম মূল্যের উপর ৫০,০০০ টাকা ডিসকাউন্টের ঘোষণা করেছে হোন্ডা। এদেশে বাইকটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Deluxe ও Deluxe Pro। এদের দাম যথাক্রমে ২.২৬ লক্ষ টাকা এবং ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ডিসকাউন্ট কেবলমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।