৩১ আগস্ট আসছে iQOO-র কম সময়ে ফুল চার্জ হওয়া স্মার্টফোন, দাম ফাঁস করে দিল Amazon

iQOO Z7 Pro মডেলের অন্তত একটি ভ্যারিয়েন্টের মূল্য ভারতে ২৫,০০০ টাকার কম রাখা হবে। আর এটির ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৩০,০০০ টাকার আশেপাশে থাকবে

iQOO Z7 Pro স্মার্টফোনটি ৩১ আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে। তবে তার আগে অ্যামাজন ভারতে এই ফোনের দাম সামনে আনল। পাশাপাশি জানানো হয়েছে যে, iQOO Z7 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর সহ আসবে। অ্যামাজন আরও নিশ্চিত করেছে যে, এই প্রসেসর সহ ফোনটি আনটুটু বেঞ্চমার্কিং সাইটে সর্বোচ্চ স্কোর করেছে। 
 
ভারতে iQOO Z7 Pro এর দাম

অ্যামাজন থেকে জানা গেছে, আইকো জেড ৭ প্রো মডেলের অন্তত একটি ভ্যারিয়েন্টের মূল্য ভারতে ২৫,০০০ টাকার কম রাখা হবে। আর এটির ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৩০,০০০ টাকার আশেপাশে থাকবে।

iQOO Z7 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রসেসর: আইকো জেড৭ প্রো ডিভাইসটি ৫জি কানেক্টিভিটি অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর ব্যবহার করা হবে, যা টিএসএমসি দ্বারা নির্মিত একটি ৪ এনএম চিপ।

মেমরি: এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসবে এবং এতে কমপক্ষে ২৫৬ জিবি স্টোরেজ থাকবে।

ক্যামেরা: iQOO Z7 Pro ফোনে ওআইএস সাপোর্ট এবং রিং-এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

ডিসপ্লে: iQOO Z7 Pro অ্যামোলেড স্ক্রিন সহ আসবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল।

ব্যাটারি: এই ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ব্যাটারিটি এক ঘণ্টারও কম সময়ে ০-১০০ চার্জ হয়ে যাবে।