Hero-কে টেক্কা দিতে গিয়ে ল্যাজেগোবরে Honda, বিপুল হারে কমল বিক্রি

২০২২-এর শেষ মাস ডিসেম্বরে ব্যবসার হাল হকিকত সর্বসমক্ষে মেলে ধরল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। পরিসংখ্যান বলছে গত মাসে হোন্ডা ২,৫০,১৭১টি টু-হুইলার বিক্রি করেছে। এর মধ্যে মিশে রয়েছে রপ্তানি এবং দেশের বাজারে বিক্রি। যার পরিমাণ যথাক্রমে ২,৩৩,১৫১ ও ১৭,০২০ ইউনিট। তুলনাস্বরূপ ২০২১-এর ডিসেম্বরে হোন্ডা মোট ২,১০,৬৩৮টি টু-হুইলারের বিক্রি দেখেছিল। ফলে এক বছরের ব্যবধানে তাদের বেচাকেনায় ১১ শতাংশ অগ্রগতি ঘটেছে।

এদিকে হোন্ডা বিগত কয়েক মাসে বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই জারি রেখেছিল। দু’চাকার গাড়ির বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা জাপানি সংস্থাটি তাদের প্রতিদ্বন্দ্বীর সাথে বেচাকেনার ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, গত বছর নভেম্বরে হিরো ও হোন্ডার যথাক্রমে ৩,৭৯,৮৩৯ জন ও ৩,৫৩,৫৪০ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছিল। কিন্তু ডিসেম্বর পড়তেই তার উলটপুরাণ নজরে পড়ল।

ডিসেম্বরে হিরো মোটোকর্প-এর বাইক ও স্কুটার বেচাকেনার অঙ্ক ছিল ৩,৯৪,১৭৯। যেখানে হোন্ডার বিক্রি মুখ থুবড়ে পড়েছে। এই প্রসঙ্গে হোন্ডার ভারতীয় শাখার সভাপতি এবং প্রধান কার্যনির্বাহী আধিকারিক আতসুশি ওগাটা বলেন, “গত ডিসেম্বরে ভারতের গাড়ির বাজারে আগের মাস এবং বছরের চাইতে বিক্রি বাড়তে দেখা গিয়েছে। উৎসবের মরসুম, ব্যক্তিগত ব্যবহারের জন্য টু-হুইলারের চাহিদা বৃদ্ধির কারণে বিক্রি বেড়েছে।”

২০২২-এ হোন্ডা ভারতে তাদের কয়েকটি টু-হুইলারের স্পেশাল এডিশন ভার্সন লঞ্চ করেছে। যেমন – Dio স্পোর্টস এডিশন, Honda Shine সেলিব্রেশন এডিশন, 2022 Activa প্রিমিয়াম এডিশন। আবার হোন্ডা শাইন ভারতে এক কোটি গ্রাহকের মাইলস্টোন স্পর্শ করেছে। এছাড়া Honda Grazia 125 দেশের পূর্বাঞ্চলে এখনও পর্যন্ত দু’লক্ষ মানুষের গ্যারেজে ঠাঁই পাওয়ার নজির গড়েছে।

২০২২-এ প্রিমিয়াম মোটরসাইকেলগুলির মধ্যে হোন্ডা লঞ্চ করেছিল অ্যাডভেঞ্চার ট্যুরার Africa Twin, Gold Wing Tour, CB300R, CBR650R, CB300F। গোটা বছর ছুড়ে ৩১টি নতুন শহরে দামী বাইকের জন্য বিগউইং শোরুম খুলেছে হোন্ডা। এবং তাদের সিলভার উইং টাচপয়েন্টের সংখ্যা বর্তমানে ১০০টি।