Electric Scooter: মধ্যবিত্তকে জ্বালানির ছ্যাঁকা থেকে বাঁচাবে TVS, সস্তায় আনছে নয়া ই-স্কুটার

বর্তমানে ভারতে ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় দ্বিতীয় সর্বাধিক বিক্রিত মডেলটি হচ্ছে TVS iQube। যেখানে প্রথম স্থানাধিকারী Ola S1 Pro। সূত্রের খবর, ওলার বিক্রিতে ভাগ বসাতে তাদের সবচেয়ে সস্তার স্কুটার লঞ্চ করতে চলেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। ফেম-২ স্কিমে সরকার ভর্তুকি কমানোয় iQube-এর সবচেয়ে কম দামি মডেলটি বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ক্রেতাদের উপর বাড়তি দামের বোঝা কমানো যায়। নতুন ভ্যারিয়েন্টটি ছোট ব্যাটারি এবং তুলনামূলক কম ফিচার সমেত হাজির হবে।

iQube-এর সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট আনছে TVS

এখনও পর্যন্ত টিভিএস-এর নতুন স্কুটারের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে বিশেষজ্ঞদের মতে এটি বাজারে এলে আরও বেশি সংখ্যক ক্রেতা আকৃষ্ট হবেন। এতে ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে সংস্থার বিকাশের গতি ত্বরান্বিত হবে। এদিকে জুন থেকে ফেম-২ প্রকল্পে ভর্তুকের পরিমাণ কমানোয় ইলেকট্রিক টু-হুইলারের বিক্রিতে ব্যাপক প্রভাব পড়তে দেখা গিয়েছে। যা টিভিএস-কে সস্তার স্কুটার আনতে আরও বেশি করে উদ্বুদ্ধ করেছে।

কম ক্ষমতার ব্যাটারি সহ iQube-এর নয়া ভ্যারিয়েন্ট আনলে টিভিএস-এর উৎপাদন খরচ কমবে। বর্তমানে iQube-এর দুটি ভ্যারিয়েন্ট বিক্রি করে সংস্থা – Standard ও S। এছাড়া রয়েছে ST ট্রিম। টপ-এন্ড মডেলটির দাম এখনও ঘোষণা করা হয়নি। Standard ও S ভ্যারিয়েন্টে উপস্থিত একটি ৩.০৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এদিকে ST ট্রিমে আছে ৪.৫৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি।

দাম কম রাখতে iQube-এর সস্তার ভ্যারিয়েন্টের ফিচারে কাটছাঁট করতে পারে টিভিএস। যেমন এতে দেওয়া হতে পারে ছোট ডিসপ্লে। স্কুটারটির লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। প্রসঙ্গত, আগামী ২৩ আগস্ট দুবাইয়ে নতুন প্রোডাক্ট প্রকাশ্যে আনবে টিভিএস। যা নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছে সংস্থা। তবে সেটি ফিউচারিস্টিক ডিজাইনের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার হবে বলেই অনুমান।