পশ্চিমবঙ্গে Honda-র প্রিমিয়াম বাইকের নতুন আউটলেট

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া(HMSI) ভারতবর্ষের বুকে তাদের প্রিমিয়াম রেঞ্জের টু-হুইলার মডেলগুলি বিক্রির জন্য বিগ উইং(BigWing) নামে আলাদা ডিলারশিপ নেটওয়ার্ক চালু রেখেছে। এদেশের বিভিন্ন বড় শহরগুলিতে এমন শোরুম ইতিমধ্যেই উদ্বোধন করেছে তারা। তবে এই শোরুমের সংখ্যা আরও বাড়াতে তৎপর জাপানের এই সংস্থা। সম্প্রতি পশ্চিমবঙ্গের রঘুনাথগঞ্জে এমন আরও একটি প্রিমিয়াম বাইকের আউটলেট চালু করল হোন্ডা।

মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাঁকুড়িয়া মৌজাতে অবস্থিত এই নতুন বিগ উইং শোরুমটি। বর্তমানে হোন্ডার হাতে থাকা বেশ কয়েকটি প্রিমিয়াম অধিক শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ বাইকের বিক্রি এবং সার্ভিস সংক্রান্ত দায়িত্ব সামলাবে এই শোরুম। HMSI এর ম্যারেজিং ডিরেক্টর এবং সিইও আতসুসি অগাটা এই নতুন শোরুম উদ্বোধন প্রসঙ্গে বলেন, “আমাদের লক্ষই হল হোন্ডা বিগ উইং শোরুমের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে গ্রাহকদের এক আলাদা ধরনের অভিজ্ঞতা প্রদান করা।”

পশ্চিমবঙ্গে এই নিয়ে এমন বিগ উইং শোরুমের সংখ্যা বেড়ে হল ছয়টি। নতুন এই শোরুমটি উদ্বোধন করতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত আতসুসি অগাটা। তিনি আরো বলেন, “আজ আমরা রঘুনাথগঞ্জে বিগ উইং চালু করতে পেরে যথেষ্ট আনন্দিত। এই নতুন প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে হোন্ডার প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলি রঘুনাথগঞ্জের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে এই অভিজ্ঞতার সাক্ষী করাই আমাদের উদ্দেশ্য।”

Honda BigWing থেকে বিক্রিত বাইকের তালিকা

বর্তমানে সারাদেশে হোন্ডার এমন প্রিমিয়াম আউটলেট এর সংখ্যা বেড়ে ১০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে তাদের বিগ উইং নেটওয়ার্কের ঝুলিতে রয়েছে দশটি প্রিমিয়াম বাইক। এগুলি হলো- CB300F, CB300R, H’ness CB350, CB350RS, CB500X, CB650R, CBR650R, CBR1000RR-R, Africa Twin এবং Gold Wing Tour।