দুর্ধর্ষ সব মোটরসাইকেলের ঝুলি নিয়ে একসাথে দু’টি বড় শোরুম খুলল Honda

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) হায়দ্রাবাদে একজোড়া বিগউইঙ্গ (BigWing) ডিলারশিপ উদ্বোধনের ঘোষণা করল। যার মধ্যে একটি সেকেন্দ্রাবাদ এবং অপরটি হায়দরাবাদে খোলা হয়েছে। উল্লেখ্য, হোন্ডা তাদের এই বিগউইঙ্গ ডিলারশিপ থেকে কেবল হাই-এন্ড প্রিমিয়াম মোটরবাইক বিক্রি করে।

হোন্ডার এই নতুন ডিলারশিপ উদ্বোধনের প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, সভাপতি এবং সিইও আতসুশি ওগাটা বলেন, “আমাদের লক্ষ্য Honda BigWing (হোন্ডার এক্সক্লুসিভ প্রিমিও মোটরসাইকেল নেটওয়ার্ক) সম্প্রসারণের দিকে, যাতে গ্রাহকদের অন্যধরনের অভিজ্ঞতা প্রদান করা যায়।”

ওগাটা যোগ করেন, “আমরা হায়দ্রাবাদের দুই স্থানে বিগউইঙ্গ-এর উদ্বোধন করতে পেরে আপ্লুত। যা সেকেন্দ্রাবাদ এবং হায়দারগুডাতে গঢ়ে তোলা হয়েছে। এই ধরনের নতুন প্রেমিয়াম আউটলেট গুলির মাধ্যমে আমরা হোন্ডার মজাদার এই মোটরসাইকেলগুলিকে হায়দ্রাবাদের গ্রাহকদের কাছে নিয়ে যাব এবং আমাদের মাঝারি আকারের প্রিমিয়াম টু-হুইলারের অভিজ্ঞতা প্রদান করব।” বর্তমানে এদেশে হোন্ডার ১০০-র বেশি বিগউইঙ্গ ডিলারশিপ রয়েছে।

প্রসঙ্গত, হোন্ডা সম্প্রতি ভারতে ইথানল বা মিথানলের মতো জৈব জ্বালানি এবং পেট্রোলের সমন্বয়ে তৈরি জ্বালানিতে চলতে সক্ষম এমন ইঞ্জিন অর্থাৎ ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন সহ টু-হুইলার আনার জন্য তোরজোড় শুরু করেছে। ২০২৪-এর শেষের দিকে এটি আনা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও মোটরসাইকেলের মডেল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি ওগাটা।