পাহাড় থেকে জঙ্গল ছুটবে অনায়াসে, Honda ভারতে 300 সিসির অ্যাডভেঞ্চার বাইক আনছে

সারা দেশ জুড়ে অ্যাডভেঞ্চার বাইকের রমরমা মধ্যেই এবার এই ধরনের নতুন মডেল বাজারে আনার ব্যাপারে জোর কদমে কাজ চালাচ্ছে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। সূত্রের দাবি তেমনই। গত বছরে তারা ভারতের বাজারে নিয়ে এসেছিল ৩০০ সিসির স্ট্রিটফাইটার বাইক CB300F। এটি বর্তমানে সংস্থার প্রিমিয়াম বিগউইং শোরুমের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই বাইকটির উপরেই ভিত্তি করে আগামী দিনে CB300X বলে এক অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে গত বছরেই এমন কম ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন যুক্ত একটি অ্যাডভেঞ্চার বাইক CB200X লঞ্চ করেছিল হোন্ডা। যা Hornet 2.0 এর উপরেই নির্ভর করে তৈরি করা হয়েছিল। CB200X অ্যাডভেঞ্চার বাইক হওয়া সত্বেও লম্বা ট্রাভেল সাসপেনশন, সামনে বড় চাকা, অতিরিক্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স এসবের মত প্রধান বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত ছিল, যা বাইকারদের কাছে বেশ হতাশাজনক।

আপকামিং ৩০০ সিসির অ্যাডভেঞ্চার বাইখটির ক্ষেত্রেও এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা সেই ব্যাপারে অদশ্য কোনও তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায় হোন্ডার আসন্ন মডেলটি প্রকৃতপক্ষে অফ-রোডে চলার উপযুক্ত বৈশিষ্ট্য নিয়েই হাজির হবে।
প্রসঙ্গত, ২৯৩ সিসির এয়ার/অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত Honda CB300F। যা ২৪.৪৭ পিএস শক্তি এবং ২৫.৬ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। সঙ্গে সিক্স স্পিড গিয়ার বক্স সংযুক্ত রয়েছে।

এছাড়াও ইউএসবি ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোসক সাসপেনশন, ডায়মন্ড টাইপ চ্যাসিস, ডুয়েল চ্যানেল এবিএস ইত্যাদির মত আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে এতে। বর্তমানে দিল্লির বাইকটির এক্স শোরুম মূল্য ২.২৬ লাখ টাকা। এর অ্যাডভেঞ্চার ভার্সনেও একই ইঞ্জিন ব্যবহার করা হতে পারে বলে অনুমান। তবে নেকেড ভার্সনের তুলনায় অ্যাডভেঞ্চার মডেলটি কিনতে অতিরিক্ত টাকা খরচ করতে হবে বলেই অনুমান।

হোন্ডার নয়া মডেলটিতে বৃহদাকার ফেয়ারিং এবং উন্নত সিটিং পজিশন দেখা যেতে পারে। এছাড়াও CB300F এর মতোই অন্যান্য বৈশিষ্ট্যগুলি থাকবে এতে। তবে অ্যাডভেঞ্চার মডেল হওয়ার কারণে লম্বা ট্রাভেলস সাসপেনশন ও সামনের দিকে স্পোক যুক্ত বড় চাকা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের বাজারে বর্তমানে উপলব্ধ Suzuki V-Storm SX এবং KTM 390 Adventure এর মাঝামাঝি পজিশনে অবস্থান করবে হোন্ডার নতুন বাইকটি।