Lazy Glasses: অলস লোকেদের জন্য বড় সুখবর, শুয়ে শুয়েই ঘন্টার পর ঘন্টা বই পড়তে বা টিভি দেখতে পারবেন

বর্তমান সময়ে অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে টেক কোম্পানিগুলি বিভিন্ন ধরনের চমকপ্রদ প্রোডাক্ট তৈরি করছে। আর, লেটেস্ট টেকনোলজির কল্যাণে নির্মিত এই পণ্যগুলির মধ্যে এমন কিছু অত্যাশ্চর্য জিনিসও রয়েছে, যেগুলির সম্পর্কে খুব কম লোকই জানে, এবং অনেকের কাছেই এগুলি অকল্পনীয়ও বটে! সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমনই একটি প্রোডাক্টের কথা জানাতে চলেছি, যেটি সম্পর্কে হয়তো অনেকেই বিশেষ কিছু জানেন না, কিন্তু একবার জেনে গেলে অনেকেই এটি ব্যবহারে আগ্রহী হবেন। কিন্তু জিনিসটি ঠিক কী? আসুন জেনে নেওয়া যাক।

আজ আমরা আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে উপলব্ধ এমন একটি চশমার কথা জানাতে চলেছি, যেটির সাহায্যে আপনারা শুয়ে শুয়ে অতি অনায়াসে বই পড়তে কিংবা টিভি দেখতে পারবেন। একথা শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে শুয়ে শুয়ে তো অনেকেই টিভি দেখেন কিংবা বই পড়েন, তাহলে এর জন্য আবার আলাদা করে চশমা কেনার প্রয়োজন কী? আসলে ব্যাপারটা হল, বিছানায় কিংবা সোফায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা বই পড়লে চোখের সঙ্গে বইয়ের দূরত্ব সবসময় সমান থাকে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সর্বদা চোখ থেকে ১৫ ইঞ্চি দূরে বই রেখে পড়া উচিত। কিন্তু চিৎ হয়ে শুয়ে বই পড়ার সময়ে চোখের সোজাসুজি এতটা দূরে বই রাখা সম্ভব হয়ে ওঠে না, কারণ তাতে হাতে ব্যথা হতে পারে। তাই এই সমস্যা দূর করতে আমরা আমাদের চোখ ও বইয়ের মধ্যে দূরত্ব খানিকটা কমিয়ে আনি, আর এখান থেকেই শুরু হয় বিপদ, যা অনেকেরই নজর এড়িয়ে যায়।

চোখ ও বইয়ের মধ্যে দূরত্ব কমলে হাতের ব্যথা দূর হয় ঠিকই, কিন্তু শুরু হয় চোখের সমস্যা। শুয়ে শুয়ে বইয়ের পাতার উপর থেকে নীচ পর্যন্ত পড়তে গেলে প্রয়োজনমাফিক ঘাড় উঁচু-নীচু করে চোখকে অনেকবার এদিক-ওদিক ঘোরাতে হয়। এতে চোখের স্বাভাবিক দৃষ্টিপথে বাধার সৃষ্টি হয়, ফলে চোখের পেশীর ওপর চাপ পড়ে এবং ক্রমে তা দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে। আরামসে শুয়ে টিভি দেখার ক্ষেত্রেও অনেকটা একইরকম সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আজকের এই প্রতিবেদনে আলোচ্য চশমাটি ব্যবহার করলে ইউজাররা এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন, চশমাটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

আমরা যে চশমাটির কথা বলছি, সেটির পোশাকি নাম Lazy Glasses (লেজি গ্লাসেস)। House of Quirk (হাউস অফ কোয়ার্ক) কর্তৃক নির্মিত এই ডিভাইসটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)-এ ৫৯৯ টাকায় উপলব্ধ। এই চশমাটি অন্য যে-কোনো চশমার মতোই, তবে পার্থক্য শুধু গ্লাসের। সাধারণ চশমাতে ফ্ল্যাট গ্লাস ব্যবহার করা হয়, কিন্তু এই চমকপ্রদ চশমাটিতে হরাইজন্টাল রিম রয়েছে। ফলে এটিকে কাজে লাগিয়ে অতি অনায়াসে শুয়ে শুয়ে বই পড়া বা টিভি দেখার পাশাপাশি ল্যাপটপ ব্যবহার করতেও সক্ষম হবেন ইউজাররা। তদুপরি, চশমাটি কোনো ব্যাটারি দ্বারা চালিত নয়, ফলে চার্জ দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না।

চশমাটিতে একটি হাই-ডেফিনিশন অপটিক্যাল প্রিজম রয়েছে, যা পরিধানকারীর দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে সহায়তা করে। ফলে ঘাড় নীচু না করে কিংবা বারবার চোখ এদিক-ওদিক না ঘুরিয়ে স্বাভাবিকভাবে অতি স্বচ্ছন্দে বই পড়তে কিংবা টিভি দেখতে পারবেন ব্যবহারকারীরা। সেইসাথে কাঁধে ব্যথা কিংবা ঘাড়ে ব্যথার মতো সমস্যাগুলির হাত থেকেও রেহাই মিলবে। চশমাটি ওয়ান-ইন-ওয়ান নেসল ব্র্যাকেট ডিজাইন সহ আসে। ইউজাররা নিজেদের বিদ্যমান চশমার পাশাপাশিও এটিকে ব্যবহার করতে পারবেন। তবে কেনার আগে জিনিসটির সম্পর্কে আরও বিশদে জানতে হলে গ্রাহকরা Amazon-এ প্রোডাক্টটির রিভিউ পড়ে নিতে পারেন; তাহলেই চশমাটি কতটা জনপ্রিয় তথা কার্যকর, সে সম্পর্কে সমস্ত কিছু আরও ভালোভাবে জেনে ফেলতে পারবেন।