দেখো কান্ড! Honda কাউকে কিছু টের পেতে না দিয়ে শোরুমে নতুন বাইক আনল, এ মাসেই কি লঞ্চ

জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) শীঘ্রই ভারতের বাজারে একটি প্রিমিয়াম মোটরসাইকেল আনতে চলেছে। যদিও এ ব্যাপারে আগাম কিছু বলেনি তারা। ঢাকঢোল না পিটিয়ে খুব চুপিচুপি লঞ্চের প্রস্তুতি সারা হচ্ছে। বেঙ্গালুরুতে সংস্থার বিগউইঙ্গ শোরুমে দাঁড়িয়ে থাকা Honda CB500F বাইকটি সেই ইঙ্গিতই দিয়েছে। মনে করা হচ্ছে লঞ্চের আগে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্যই এটি আউটলেটে রাখা হয়েছে। তবে লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

মনে করা হচ্ছে, নতুন মোটরসাইকেলটির প্রতি গ্রাহকদের কৌতুহল কতটা, তা আন্দাজ করতেই এই নজিরবিহীন কাজটি করছে হোন্ডা। ডিলারশিপটি আবার তাদের গ্রাহকদের অনুরোধ করছে আসন্ন মাঝারি আকারের নেকেড স্পোর্ট বাইকটিকে একবার চাক্ষুষ করার জন্য। ভারতের বাজারে Honda CB500F-এর তেমন কোনো প্রতিপক্ষ নেই বললেই চলে। তবে দামের দিক থেকে এর সাথে টক্কর নেবে Kawasaki Z650।

Honda CB500F একটি ৪৭১ সিসি প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা থেকে ৮,৬০০ আরপিএম গতিতে ৪৭ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার আউটপুটের দিক থেকে এটি KTM 390 Duke-এর সমতুল্য। তবে হোন্ডার এই বাইকটির দাম অনেকটাই বেশি হবে বলে অনুমান। এটি Kawasaki Z650 ও KTM 390-এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে।

আসন্ন Honda CB500F-এ থাকছে একটি ৬-স্পিড গিয়ার বক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। সাসপেনশন সামলাতে এতে দেয়া হবে ৪১ মিমি শোয়া সেপারেট ফাংশন ফর্ক বিগ পিস্টন (এসএফএফ-বিপি) ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পেছনে মোনোশক। আবার ব্রেকিংয়ের জন্য সামনে টুইন ডিস্ক এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক থাকতে দেখা যাবে। দাম নভেম্বর বা ডিসেম্বর শেষ হওয়ার আগেই প্রকাশ হবে বলে আশা করা যায়।