Hero Splendor এর দাদাগিরি থামাতে সস্তায় দুর্দান্ত মাইলেজের বাইক আনছে Honda, এই তারিখে লঞ্চ

ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার কোম্পানি হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) দীর্ঘদিন ধরেই একটি ১০০ সিসি বাইক বাজারে আনার জন্য মুখিয়ে রয়েছে। লক্ষ্য বর্তমানে বিক্রিতে সবচেয়ে এগিয়ে থাকা Hero Splendor-এর জনপ্রিয়তায় ভাগ বসানো। তাই এই বাইকটির সাথে টক্কর নিতেই আনা হচ্ছে নতুন মডেল। এখনও পর্যন্ত হোন্ডা (Honda)-র আসন্ন মডেলটির নাম জানানো না হলেও, এটি আগামী ১৫ মার্চ লঞ্চ হবে ঘোষণা করা হল।

Honda-র আসন্ন ১০০সিসি বাইক

হোন্ডার বাইকটি এ বছর এপ্রিল থেকে সমগ্র ভারতে কার্যকর হতে চলা নয়া নির্গমনবিধি ওবিডি-২ (অনবোর্ড ডায়াগনস্টিক সিস্টেম) মেনে হাজির হবে। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বিক্রিত হোন্ডার মোটরসাইকেল CG Dream সিরিজের ডিজাইনের সাথে মিল রেখে আনা হতে পারে নতুন মডেলটি।

বর্তমানে Honda-র ১০০-১১০ সিসি বাইক

জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডার ঝুলিতে বর্তমানে ১০০-১১০ সিসি কেবল CD110 ও Livo বাইক দুটি রয়েছে। যদিও এই সেগমেন্টের মধ্যে বাইক দুটির দাম বেশ কিছুটা বেশি। তাই নতুন মডেলটির দাম তুলনামূলক কম রাখা হবে বলেই আশা করা হচ্ছে।

Honda-র ১০০ সিসি বাইকের সম্ভাব্য স্পেসিফিকেশন

১৫ মার্চ লঞ্চ হতে চলা মোটরসাইকেলটিতে দেওয়া হতে পারে একটি ১০০ সিসি ইঞ্জিন। যা থেকে হিরো স্প্লেন্ডরের মতোই ৮ এইচপি শক্তি এবং ৮ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। প্রসঙ্গত, গত বছরই হোন্ডা ২০২৩-এ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছিল। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিমি/ঘন্টা এবং একটি ফিক্সড ব্যাটারি সমেত হাজির হবে। আবার দ্বিতীয় ইলেকট্রিক স্কুটারটিতে থাকতে পারে পোর্টেবেল/সোয়াপেবেল ব্যাটারির বিকল্প।