Maruti Suzuki: সস্তায় দুর্দান্ত গাড়ি লঞ্চ করল মারুতি, ফাটাফাটি মাইলেজ, দাম-ফিচার্স দেখুন

মারুতি সুজুকি (Maruti Suzuki) তার নতুন হ্যাচব্যাক Alto Tour H1 আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ঘোষণা করল।
শুধু কমার্শিয়াল বা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য উপলব্ধ এই গাড়ির দাম ৪.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। মারুতির বেশিরভাগ গাড়ির মতো পেট্রোল ও সিএনজি জ্বালানির মধ্যে বেছে নেওয়া যাবে এটি। সিএনজি মডেলটি এক কেজি গ্যাসে ৩৪.৪৬ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করেছে সংস্থা।

Maruti Suzuki Alto Tour H1 : ভ্যারিয়েন্ট ও দাম

Alto Tour H1 দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – TOUR H1 1L 5MT ও TOUR H1 CNG 1L 5MT। অর্থাৎ প্রথমটি পেট্রোল এবং দ্বিতীয়টি সিএনজি মডেল। এদের মূল্য যথাক্রমে ৪,৮০,৫০০ টাকা ও ৫,৭০,৫০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। গাড়িটি তিনটি কালার অপশনে উপলব্ধ – মেটালিক গ্রানাইট গ্রে, আর্কটিক হোয়াইট এবং মেটালিক সিল্কি সিলভার।

Maruti Suzuki Alto Tour H1 : ইঞ্জিন স্পেসিফিকেশন

Alto Tour H1-কে গতিশীল করতে দেওয়া হয়েছে একটি ১.০ লিটার ডুয়েল জেট, ডুয়েল ভিভিটি কে-সিরিজ ইঞ্জিন। যার পেট্রোল ভ্যারিয়েন্ট থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ৬৫.৬ এইচপি ক্ষমতা এবং ৩,৫০০ আরপিএম গতিতে ৮৯ এনএম টর্ক পাওয়া যাবে। আবার সিএনজি মোডে ৫,৩০০ আরপিএম গতিতে ৫৫.৮ এইচপি এবং ৩,৪০০ আরপিএম গতিতে ৮২.১ এনএম আউটপুট মিলবে। মাইলেজ যথাক্রমে ২৪.৬০ কিমি/লিটার এবং ৩৪.৪৬ কিমি/কেজি।

Maruti Suzuki Alto Tour H1 : সেফটি ফিচার্স

Maruti Suzuki Alto Tour H1-এর সুরক্ষাজনিত ফিচারের তালিকায় উপস্থিত ডুয়েল এয়ারব্যাগ, প্রি-টেনশনার এবং ফোর্স লিমিটার সহ ফ্রন্ট সিট বেল্ট (সামনের ও পেছনের যাত্রীদের জন্য), ইঞ্জিন ইমমোবিলাইজার, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, স্পিড লিমিটিং সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর ইত্যাদি।