ভারতে আসার আগে আরও এক দেশে লঞ্চ হল Honda-র দুর্ধর্ষ মোটরসাইকেল

হোন্ডা (Honda) ইতালির বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ করল XL750 Transalp। এর আগে অন্যান্য দেশেও এটি হাজির করেছে জাপানি সংস্থাটি। আশা করা হচ্ছে ভারতেও বাইকটি লঞ্চ করা হবে। আসুন টু-হুইলারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হোন্ডা এক্সএল৭৫০ ট্রানস্যাল্প-এর ডিজাইন CB500X-এর সাথে অনেকাংশেই মিল রয়েছে। এতে রয়েছে একটি দীর্ঘ ভাইজার সহ এলইডি হেডলাইট, উঁচু এবং চওড়া হ্যান্ডেলবার, স্কুপ্ড সিঙ্গেল পিস সিট। যা বাইকটির দর্শনে বাড়তি মাত্রা যোগ করেছে।

এগিয়ে চলার শক্তি জোগাতে মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে একটি ৭৫৫ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ৯০ বিএইচপি শক্তি এবং ৭৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত সেক্স স্পিড গিয়ারবক্স। এটি একটি স্টিলের ডায়মন্ড টাইপ ফ্রেমের ওপর ভর করে এসেছে। হার্ডওয়্যারের মধ্যে রয়েছে Showa ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং লিঙ্কড রিয়ার শক।

Honda XL750 Transalp-এর সামনে রয়েছে ৩১০মিমি এবং পেছনে ২৫৬ মিমি ডিস্ক ব্রেক। ২১ ইঞ্চি ফ্রন্ট এবং ১৮ ইঞ্চি রিয়ার স্পোক হুইলে ছুটবে এটি। বাইকটির ফিচারের তালিকায় রয়েছে এলইডি ইলুমিনেশন, একটি টিএফটি, একটি স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট এবং অপশনাল কুইক শিফ্টার।

ইতালির বাজারে মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১০,৯৪০ ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯.৭২ লক্ষ টাকা। এটি তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – ম্যাট ইরিডিয়াম গ্রে মেটালিক, ম্যাট ব্যালিস্টিক ব্ল্যাক মেটালিক এবং রোজ হোয়াইট ট্রাইকালার।