Kawasaki W175: লঞ্চ ক’দিন পরেই, তার আগেই ফাঁস কাওয়াসাকির সবচেয়ে সস্তা বাইকের সব তথ্য! দাম কত

ভারতীয় উড়তি প্রজন্মের কাছে জাপানি বহুজাতিক ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki)-র টু-হুইলারের জনপ্রিয়তা যে কতটা, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বরাবরের স্পোর্টস বাইক সেগমেন্ট থেকে সরে এসে এবারে ক্রেতাদের একটু ভিন্ন স্বাদ দিতে উৎসুক তারা। এবারে সংস্থার লক্ষ্য রেট্রো স্টাইলের রোডস্টার বাইকের দিকে। তাই কাওয়াসাকি এদেশে তাদের W175 মডেলটি লঞ্চের পরিকল্পনা করছে। সব ঠিকঠাক চললে ২৫ সেপ্টেম্বর ভারতের বাজারে পা রাখবে Kawasaki W175। উল্লেখ্য, W800-এর  ‘W’ সিরিজের দ্বিতীয় মডেল হিসেবে আসতে চলেছে এটি। সম্পূর্ণ ভারতের মাটিতে তৈরি W175-এর মূল্য ১.৫ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয়, ভারতের বাজারে Kawasaki W175-এর কোনো মূল প্রতিপক্ষ নেই। এদিকে লঞ্চের আগেই আসন্ন বাইকটির ব্রোশার ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে দেখা যাচ্ছে, চালিকাশক্তি জোগাতে এতে থাকছে একটি ১৭৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ১৩ পিএস শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১৩.২ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড চেইন ড্রাইভ সিস্টেম সহ ট্রান্সমিশন।

বাইকটির দৈহিক ওজন ১৩৫ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। মাটি থেকে সিটের উচ্চতা ৭৯০ মিমি। নতুন কাওয়াসাকির রেট্রো বাইকটি একটি ডবল ক্র্যাডেল ফ্রেমের উপর নির্মিত। এতে উপস্থিত স্টিল চ্যাসিস এবং এর হুইলবেস ১৩২০ মিমি। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১২ লিটার। Kawasaki W175-এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ২০০৬ মিমি, ৮০২ মিমি ও ১০৫২ মিমি। সাসপেনশন সেটআপ হিসেবে এতে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবসর্বার।

Kawasaki W175-এর ব্রেকিং সিস্টেমের মধ্যে সামনের চাকায় ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।  এতে রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস (ABS)। ১৭ ইঞ্চি ওয়্যার স্পোক হুইলে ছুটবে এটি। ডিজাইনের প্রসঙ্গে বলতে রেট্রো লুক সুস্পষ্ট করতে এতে ওল্ড স্কুল টাচ রয়েছে। যেমন গোলাকৃতি হ্যালোজেন হেডল্যাম্প, রাউন্ড রিয়ার ভিউ মিরর, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর এবং টেল ল্যাম্প। এছাড়া রয়েছে অ্যানালগ ওডোমিটার, স্পিডোমিটার এবং ট্রিপমিটার। ইবনি ব্ল্যাক এবং স্পেশাল এডিশন রেড – এই দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে বাইকটি।