Kawasaki W175: লঞ্চের একদিন আগেই ফাঁস কাওয়াসাকির সবচেয়ে সস্তা বাইকের দাম, শুনলেই কিনতে ইচ্ছা করবে

জাপানের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি (Kawasaki) আগামীকাল ভারতে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাইক লঞ্চ করবে। রেট্রো স্টাইলের সেই রোডস্টার মোটরসাইকেলটির নাম Kawasaki W175। ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হওয়া ব্রোশার থেকে বাইকটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গিয়েছে। এবারে লঞ্চের পূর্বেই নতুন প্রজন্মের W175-এর দাম ও ভ্যারিয়েন্টের তথ্য সামনে এসেছে।

রিপোর্ট বলছে, 2023 Kawasaki W175 স্ট্যান্ডার্ড এবং স্পেশাল এডিশনে লঞ্চ হবে। প্রথমটি ইবনি ও দ্বিতীয়টি ক্যান্ডি পার্সিমন রেড কালারে আসবে। মডেল দুটির দাম যথাক্রমে ১,৪৭,০০০ টাকা ও ১,৪৯,০০০ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্ট্যান্ডার্ড এবং স্পেশাল এডিশনের মডেল দুটির মধ্যে ফারাক বলতে কেবল রঙের।

ভারতে সদ্য লঞ্চ হওয়া TVS Ronin ও Royal Enfield Hunter 350 সাথে টেক্কা নেবে Kawasaki W175। আগে ফাঁস হওয়া নথি থেকে জানা গিয়েছে মোটরসাইকেলটি একটি ১৭৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন সমেত আসবে। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ১৩ পিএস শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১৩.২ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে থাকছে চেইন ড্রাইভ সিস্টেম সহ ৫-স্পিড ট্রান্সমিশন।

ডবল ক্র্যাডেল ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন রিয়ার স্প্রিংয়ের উপর ভর করে ছুটবে Kawasaki W175। ব্রেকিং হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনে ২৭০ মিমি পেটাল টাইপ রোটর সহ পেছনে ১১০ মিমি ড্রাম সেটআপ থাকছে। ফিচারের তালিকায় একটি হ্যালোজেন টাইপ হেডলাইট এবং অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলবে। অনুমান করা হচ্ছে আগামীকাল লঞ্চের দিন থেকেই মোটরসাইকেলটির বুকিং গ্রহণ চালু করবে কাওয়াসাকি।