এরকম অফার হাতছাড়া হলে পস্তাবেন, বাইকে 1.25 লাখ টাকা ছাড় দিচ্ছে Kawasaki

কাওয়াসাকি (Kawasaki) ভারতীয় ক্রেতাদের জন্য তাদের একজোড়া মোটরসাইকেলের উপর লোভনীয় ছাড় নিয়ে হাজির হল। সংস্থার ‘গুড টাইমস ভাউচার’ কার্যক্রমের আওতায় এই ডিসকাউন্ট অফার ডিসেম্বর মাস জুড়ে চলবে। সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটের মাধ্যমে ঘোষণা করেছে যে, Z650 ও W800 মোটরসাইকেল দুটির এক্স-শোরুম মূল্যের উপর সর্বোচ্চ ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপলব্ধ হবে। প্রথমটি একটি স্ট্রিট ফাইটার এবং অপরটি একটি রেট্রো ক্রুজার বাইক।

Kawasaki Z650

মাঝারি ওজনের Kawasaki Z650 ডিসেম্বর মাসে কিনলে এক্স-শোরুম মূল্যের উপর সর্বাধিক ৩৫,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। কাওয়াসাকির এই জনপ্রিয় মোটরসাইকেলটিতে রয়েছে একটি ৬৪৯ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৬৬ এইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক উৎপন্ন হয়।

Z650-এর বর্তমান বাজার মূল্য ৬.৪৩ লক্ষ টাকা। ডিসকাউন্টের ফলে যা কমে ৬.০৮ লক্ষ হয়েছে। বাজারে বাইকটি Triumph Trident 660 (৭.৪৫ লক্ষ টাকা) এবং Ninja 650 (৭.১২ লক্ষ টাকা)-এর সাথে টক্কর নেয়। সেদিক থেকে দেখতে গেলে চলতি মাসে Z650-এর দাম ৬.০৮ হওয়ায় প্রতিপক্ষদের থেকে অনেকটাই হাতের নাগালের মধ্যে চলে এল এটি।

Kawasaki W800

রেট্রো স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে W800। ভারতে কাওয়াসাকি-র এই মোটরসাইকেলটিতে রয়েছে একটি বৃহৎ ৭৭৩ সিসি এয়ার কুল্ড, টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৪৬ এইচপি শক্তি এবং ৬৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এর প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Triumph Speed Twin 900 (৮.৭৯ লক্ষ টাকা) ও Triumph Bonneville T100 (১০.০৪ লক্ষ টাকা)।

বর্তমানে ১.২৫ টাকার ডিসকাউন্টের ফলে Kawasaki W800-এর দাম ৭.৩৩ লক্ষ টাকা থেকে কমে ৬.০৮ লক্ষ টাকা হয়েছে। উপরিউক্ত প্রতিটি মূল্যই এক্স-শোরুম প্রাইস ধরে। ফলে অনেকটাই সস্তায় কেনা যাবে বাইকটি। এই অফার ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ রয়েছে।