Keeway-এর সবচেয়ে সস্তা 125cc বাইক কেনার আগে জেনে নিতেই হবে এই পাঁচ বিষয়

বেনেলির (Benelli) স্নেহধন্য সংস্থা কিওয়ে(Keeway), ভারতে তাদের খুঁটি শক্ত করার কাজে উঠে পড়ে লেগেছে। একের পর এক মোটরসাইকেল ও স্কুটার লঞ্চের পর এবার তারা নিয়ে এসেছে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রেট্রে স্টাইলের বাইক SR125। তিন দিন আগে লঞ্চ হওয়া এই মডেলটিটি এখনো পর্যন্ত ভারতে তাদের সবচেয়ে কম ক্ষমতাসম্পন্ন ও সস্তা বাইক। এটি কেনার আগে জেনে নিতেই হবে নীচের পাঁচ বিষয়।

Keeway SR125 ডিজাইন

কিওয়ে এসআর১২৫ বাইকটির ডিজাইন বহুলাংশেই সাবেকিআনায় ভরা। সামনে রয়েছে ওল্ড স্কুল লুকের ব গোলাকার হ্যালেজেন হেডলাইট-সহ এলইডি ডিআরএল ও বাল্ব ইন্ডিকেটর। সাথে দেওয়া হয়েছে লম্বা সিঙ্গেল সিট ও ছোট ফিল্ডার, যা এক কথায় এর সাবেকিআনার অনুসারী।

Keeway SR125 ইঞ্জিন স্পেসিফিকেশন

কিওয়ে এসআর১২৫ একটি ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ২- ভাল্ভ ইঞ্জিন পেয়েছে। ৫- স্পিড গিয়ার বক্স যুক্ত এই ইঞ্জিনটির সর্বাধিক ক্ষমতা ৯.৭ বিএইচপি ও সর্বোচ্চ টর্কের পরিমাণ ৮.২ এনএম। এই সূত্রে বলা ভালো দেশের জনপ্রিয়তম ১২৫সিসি কমিউটার বাইক হোন্ডা সাইন ১১বিএইচপি ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম।

Keeway SR125 হার্ডওয়্যার

সাসপেনশনের জন্য SR125 এর সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়েল রিয়ার স্প্রিং লোডেড সিস্টেম দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাবে ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ও ২১০ মিমি রিয়ার ডিস্ক। সেফটি ফিচার্স হিসাবে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। কিওয়ের এই বাইকে ১৭ ইঞ্চির স্পোক যুক্ত চাকা ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে ১১০/৭০ সেকশন ও পিছনে দেওয়া হয়েছে ১৩০/৭০ সেকশনের ডুয়েল পারপাস টায়ার।

Keeway SR125 ফিচার্স

এলইডি ডিআরএল ছাড়াও SR125 তে রয়েছে সিঙ্গেল পড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর মধ্যে বেসিক তথ্য যেমন স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, তেলের পরিমাণ ইত্যাদি দেখতে পাওয়া সম্ভব। ১২০ কেজি ওজনের বাইকটির তেল ধারণ ক্ষমতা ১৪ লিটার।

Keeway SR125 দাম

হাঙ্গেরির এই সংস্থা ভারতের বাজারে তাদের এই বাইকটি যথেষ্ট আকর্ষণীয় দামে লঞ্চ করেছে। দিল্লিতে SR125 এর এক্স শোরুম মূল্য ১.১৯ লাখ টাকা। গ্লসি হোয়াইট, গ্লসি রেড ও গ্লাসি ব্ল্যাক এই তিনটি রঙে মিলবে বাইকটি। সংস্থার ওয়েবসাইটে গিয়ে ১০০০ টাকা টোকেন জমা দিয়ে বুকিং করতে পারেন।