দেখতে জবরদস্ত, পাওয়ারও বেশি, KTM 125 Duke-কে মাত দিতে দুর্দান্ত বাইক আনল Keeway

কম ডিসপ্লেসমেন্টের নেকেড মোটরসাইকেলের জগতে কেটিএম-এর সুনাম সর্বজনবিদিত। এই সেগমেন্টে লুকস ও পাওয়ারের কারণে তাদের KTM 125 Duke মডেলটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু একে ধরাশায়ী করতে সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত হওয়া Intermot ইভেন্টে MBP F125 নামে একটি ১২৫ সিসির বাইকের উন্মোচিত করেছে হাঙ্গেরির সংস্থা কিওয়ে (Keeway)। যাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে।

এক ঝলক দেখলেই বোঝা যায় এর বাহ্যিক ডিজাইন অনেকটাই Keeway M502N এর থেকে অনুপ্রাণিত। বলা ভালো M502N এর ছোটভাই এই MBP F125। ভিন্ন ধরনের ট্যাঙ্ক এক্সটেনশন, অ্যালয়, এবং সিট একে সবার থেকে আলাদা করে তুলেছে। KTM 125 Duke এর সাথে তুলনা করলে দেখা যাবে MBP F125 এর ওজন (কার্ব) ১৪০ কেজি, যা ডিউকের থেকে ১৯ কেজি কম।

এই বাইকটিকে চলার শক্তি যোগায় ১২৪.৯ সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ১৫ বিএইচপি শক্তি ও ১০.৮৫ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। পাওয়ার বেশি হলেও 125 Duke এর তুলনায় MBP F125 এর ইঞ্জিনের টর্কের পরিমাণ খানিকটা কম। যদিও কিওয়ের শক্তির সাথে বাইকটির ওজনের অনুপাত তুলনামূলকভাবে ডিউকের তুলনায় বেশ ভাল।

Keeway MBP F125 এর হার্ডওয়ার সেটআপ KTM 125 Duke এর মতোই প্রিমিয়াম। MBP F125 এর ক্ষেত্রে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। সামনের ও পিছনের চাকায় লাগানো টায়ারের সাইজ যথাক্রমে ১১০ সেকশন ও ১৩০ সেকশন। উন্নত সাসপেনশনের জন্য সামনে ড্যাজলিং গোল্ড রঙের ইউএসডি ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবজরভার দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ও পিছনের চাকায় ২২০ মিমি ডিস্ক লাগানো রয়েছে।

MBP F125 প্রকৃত অর্থেই এর স্টাইল ও ডিজাইন দিয়ে বাজিমাত করেছে। রেডিয়াল স্টাইলের হেডল্যাম্প সহ অ্যাগ্রেসিভ ডিজাইন ও স্পোর্টি লুক নিয়ে অবতীর্ণ হয়েছে কিওয়ের এই নেকেড স্ট্রিট ফাইটারটি। সাথে রয়েছে শার্প প্যানেলযুক্ত ফুয়েল ট্যাঙ্ক ও অপেক্ষাকৃত ছুচালো পিছনের অংশ। এর ফুয়েল ট্যাংকের আয়তন ১৪ লিটার।

উল্লেখ্য, এদেশের মাটিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে যথেষ্ট তৎপর হাঙ্গেরির নির্মাতাটি। তাই খুব শীঘ্রই ভারতে দেখা মিলতে চলেছে চীনা সংস্থার মালিকানাধীন কিওয়ের ওই নতুন মোটরবাইকটির। MBP F125 চলতি বছরের শেষের মধ্যেই আন্তর্জাতিক বাজারে লঞ্চের পরেই এদেশে পাড়ি দেবে বলে আশা করা যায়।