KTM 125 Duke এর সুখের দিন শেষ করতে নতুন 125cc বাইক আনল Voge

কেটিএম (KTM) এর 125 Duke এবার কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে চলেছে। চীনা সংস্থা ভোগে (Voge) তাদের একটি ১২৫ সিসি মোটরসাইকেল 125R লঞ্চ করেছে। যা প্রত্যক্ষভাবে 125 Duke-এর সাথে যুদ্ধ ক্ষেত্রে নামবে। উল্লেখ্য, Triumph Tiger 900 ও BMW 850GS-এর সাথে টক্কর নিতে এবছর EICMA-তে 900D নামক একটি মডেলের উন্মোচন করেছিল ভোগে।

ভোগে ১২৫আর-এ দেওয়া হয়েছে একটি ১২৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৪ বিএইচপি শক্তি এবং ১২ এনএম টর্ক উৎপন্ন হবে। এই একই পারফরম্যান্স কেটিএম ১২৫ ডিউক-এর থেকেও পাওয়া যায়। যে কারণে মডেল দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিণত হয়েছে।

চীনা সংস্থার বাইক Voge 125R-এর ফিচারের তালিকায় রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসবি পোর্ট, একটি কালার টিএফটি স্ক্রিন এবং ফুল এলইডি লাইটিং। এদিকে 125 Duke-এ এই বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত। আবার ওজনের দিক থেকেও চৈনিক মোটরসাইকেলটি যথেষ্ট হালকা।

KTM 125 Duke-এর ওজন যেখানে ১৫৯ কেজি, সেখানে Voge 125R ১২৭ কেজি রাস্তায় ঝড় তুলবে। আবার এতে নিচু সিট হাইট অফার করা হয়। যা ৭৯৫ মিমি। ফলে বোঝাই যাচ্ছে, এটি কতটা গ্রাহক বান্ধব মোটরসাইকেল। 125 Duke ছাড়াও CB125R-এর সাথেও টক্কর নেবে Voge 125R। তবে এটি ভারতের বাজারে লঞ্চের কোনো সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *