KTM দেশের রাস্তাঘাটের কথা মাথায় রেখে বাইকে নতুন আপডেটের উপর কাজ শুরু করে দিল

গত শনিবার ভারতের বাজারে নয়া দর্শনে লঞ্চ হয়েছে কেটিএম ডিউক (KTM Duke) রেঞ্জের প্রতিটি মডেল। আপডেট বলতে বাইকগুলি গায়ে নতুন রঙের চাদর জড়িয়ে হাজির হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই এক নতুন খবর কেটিএমপ্রেমীদের খুশিতে ভরিয়ে তুলবে। কারণ মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এবারে নতুন ডিজাইনের এগজস্ট পেতে চলেছে 125 Duke, 200 Duke ও RC 200। এর নেপথ্যে কারণ, বাইকগুলিতে যখন BS6 নির্গমন বিধি মেনে ইঞ্জিন আপডেট করা হয়, তখন গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ওপর ব্যাপক প্রভাব পড়ে। সমাধানস্বরূপ পুরনো এগজস্ট বদলে সাইলেন্সার প্রোটেক্টর দেওয়া হয়। কিন্তু তাতেও মন ভরছিল না সংস্থার। তাই এবারে সেগুলিও পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেটিএম।

বর্তমানে 125 Duke ও 200 Duke-তে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি ও RC 200-তে ১৫৬ মিমি। আগামীতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাতে আরও বাড়ানো যায়, তাই নতুন ডিজাইনের এগজস্ট সিস্টেম সহ মডেলগুলি আনতে চলেছে কেটিএম। সে ক্ষেত্রে বর্তমান মডেলগুলিতে সাইলেন্সার প্রোটেক্টর বাদের তালিকায় পড়বে। এর ফলে প্রতিটি মডেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০ মিমি বাড়বে বলে জানা গেছে।

নতুন ব্যবস্থার ফলে 125 Duke ও 200 Duke-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়ে হবে ১৭৫ মিমি ও RC 200-তে ১৭৬ মিমি। বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ফলে উঁচু স্পিড ব্রেকারে ধাক্কা লেগে বাইকের নিম্নদেশের ক্ষয়ক্ষতি এড়ানো যাবে। তবে এগজস্ট সিস্টেমে এত কিছু পরিবর্তন করলে ইঞ্জিন থেকে নির্গত আওয়াজে তারতম্য ঘটতে পারে। প্রতিবদন লেখা পর্যন্ত অবশ্য সংস্থার তরফে খবরটি নিশ্চিত করা হয়নি।

এদিকে, কেটিএম তাদের ডিউক রেঞ্জের প্রতিটি মডেল নতুন রঙ সহ হাজির করেছে। 125 Duke থেকে 390 Duke, প্রতিটি মডেলই পেয়েছে এই আপডেট। তবে এই নতুন কালার অপশনের ফলে দামে কোনো পরিবর্তন ঘটায়নি সংস্থা। 125 Duke, 200 Duke ও 250 Duke একটি নতুন কালার অপশনে আনা হয়েছে। যেখানে 390 Duke পেয়েছে দুটি নতুন রঙের বিকল্প।