24GB র‍্যামের প্রথম স্মার্টফোন আনছে Honor, থাকবে 90W ফাস্ট চার্জিং সহ দুর্ধর্ষ সব ফিচার্স

অনর চীনে Honor X50 GT এবং Honor 90 GT লঞ্চের জন্য টিজার শেয়ার করা শুরু করেছে। X50 GT ফোনটি চীনে গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া Honor X40 GT-এর উত্তরসূরি হবে৷ অন্যদিকে, Honor 90 GT চীনে গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া Honor 80 GT স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হিসাবে আসবে। এক চীনা অনলাইন রিটেইলার সাইটের মাধ্যমে Honor X50 GT-এর স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। আর এখন ফোন দু’টির সম্পর্কে আরও তথ্য প্রকাশ হয়েছে।

Honor X50 GT এবং Honor 90 GT ফোনে 24GB র‍্যাম থাকতে পারে

ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অনর এক্স৫০ জিটি এবং অনর ৯০ জিটি সংস্থার প্রথম মডেল হিসাবে ২৪ জিবি র‍্যামের সাথে আসবে। এর মধ্যেই বেশ কিছু চীনা ব্র্যান্ড ২৪ জিবি র‍্যাম দিয়ে ফোন লঞ্চ করেছে। আবার আরও উপরে উঠে নির্মাতারা তাদের আপকামিং ফ্ল্যাগশিপে ৩২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত করার পরিকল্পনা করছে। অনর তাদের নতুন ফোনে কোয়ালকম চিপসেট ব্যবহার করবে বলে জানা গেছে। টিপস্টার আরও ইঙ্গিত দিয়েছেন যে, অনর জিটি লাইনআপে আরেকটি স্মার্টফোন আসতে পারে।

যা খবর, অনর ৯০ জিটি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহৃত হবে। এটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি ও ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এক্স২ কোর, ২.৭৫ গিগাহার্টজ গতির তিনটি কর্টেক্স-এ৭১০ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স-এ৫১০ কোর দ্বারা গঠিত। এই প্রসেসরটি অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ-এর সাথে যুক্ত।

অন্যদিকে, Honor X50 GT-এর অনলাইন লিস্টিং প্রকাশ করেছে যে, এতে Qualcomm Snapdragon 888 চিপসেট ব্যবহৃত হবে। এই প্রসেসরটি পুরানো ৫ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার ওপর নির্মিত এবং এতে ২.৮৪ গিগাহার্টজে রান করা Kryo 680 Prime (Cortex-X1) কোর, ২.৪২ গিগাহার্টজে রান করা তিনটি Kryo 680 Gold (Cortex-A78) কোর, ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি Kryo 680 Silver (Cortex-A55) কোর রয়েছে। প্রসেসরটি Adreno 660 জিপিইউ-এর সাথে যুক্ত। ফোনগুলির প্রাইমারি লেন্সটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে।

Honor X50 GT এবং Honor 90 GT ফ্ল্যাট ডিসপ্লে দ্বারা সজ্জিত হবে। অনর ওলেড (OLED) প্যানেল সহ Honor 90 GT লঞ্চ করবে। এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা। পাওয়ার ব্যাকআপের জন্য, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে, Honor X50 GT স্মার্টফোনে তার পূর্বসূরি Honor X40 GT-এর মতোই এলসিডি প্যানেল ব্যবহার হতে পারে।