ফের আইফোন ১২ কে নিয়ে মজা Samsung এর, অ্যাপল কে বড় কিছু ভাবা’র পরামর্শ

শাওমির সাথে পাল্লা দিয়ে Samsung নিজেও একাধিকবার Apple সংস্থাটিকে বিদ্রূপ করেছে। সাম্প্রতিক ঘটনাতেও এই প্রথার কোন ব্যতিক্রম লক্ষ্য করা গেল না। অ্যাপলের iPhone 12 সিরিজটি লঞ্চ হতে না হতেই স্যামসাংয়ের পক্ষ থেকে বিশেষ খোঁচা উড়ে এল। ডাচ মুলুকে স্যামসাং সরাসরি তাদের তৃতীয় ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 2 5G এর বিজ্ঞাপনে অ্যাপলকে আরো ‘বড় কিছু ভাবা’র পরামর্শ দিলো! ZDNet সংস্থাটি এই বিষয়ে সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করে। নেদারল্যান্ডে গ্যালাক্সি জেড ফোল্ড ২ ৫জি ফোনটির বিজ্ঞাপনে স্যামসাং, অ্যাপলকে খোঁচা দিতে গিয়েই ‘Think Bigger’ উদ্ধৃতিটি ব্যবহার করেছে বলে GDNet এর দাবী।

এটা প্রথম নয় যখন স্যামসাং এভাবে অ্যাপলকে নিয়ে মজা করলো, কদিন আগেই আইফোন ১২ লঞ্চের সময় Apple যখন ঘোষণা করে যে এই সিরিজের কোনো স্মার্টফোনের সঙ্গেই তারা চার্জিং অ্যাডাপ্টার বা ইয়ারপড সরবরাহ করবেনা, তখনও Samsung তাদের বক্তব্যে অ্যাপলকে সমালোচনা করে। এমনকি অনেক দেরী করে ৫জি মোবাইল নির্মাণে এগিয়ে আসার জন্যও তারা অ্যাপলের বিরুদ্ধে শ্লেষপূর্ণ টুইট করেছিল। এবার স্যামসাংয়ের ডাচ কর্তৃপক্ষের বিজ্ঞাপনটি এই দুই প্রতিপক্ষের তিক্তমধুর সম্পর্কের মধ্যে আরো একবার ঘৃতাহুতি দিলো বলেই টেক সন্ধানীরা মনে করছেন।

তবে এভাবে ব্যাঙ্গ-বিদ্রূপ করলেও স্মার্টফোন তৈরীর ক্ষেত্রে প্রতিবারই অ্যাপলের প্রভাবকে স্বীকার করতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানিটি। বিশ্বব্যাপী আমেরিকার কোম্পানির প্রতি মানুষের সমীহাকে মান্যতা দিয়ে এর আগেও Samsung, Apple কে অনুসরণ করেছে। যেমন শুরুতে নচ ডিসপ্লে এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অপসারণের জন্য স্যামসাং অ্যাপেলকে আক্রমণ করে। অথচ কয়েকবছরের মধ্যে একইপথে হেঁটে তারা নিজেদের ফ্ল্যাগশিপ ফোনগুলির ক্ষেত্রে হেডফোন অপসারণ, এমনকি নচ ডিসপ্লের সামান্য ব্যবহার পর্যন্ত করে ফেলে!

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ ৫জি’র বিজ্ঞাপনটিতে দেওয়ালে ‘Think Different’ উদ্ধৃতিটি দেখতে পাওয়া গেছে (মনে করিয়ে দিই থিঙ্ক ডিফারেন্ট কথাটি অ্যাপলের বহু ব্যবহৃত ট্যাগলাইন)। পরে একজন গ্রাফিতি শিল্পী স্প্রে পেন্টিংয়ের দ্বারা ডিফারেন্ট শব্দটি কেটে দিয়ে তার ওপরে ‘BiGGER’ শব্দটি যোগ করে। শব্দে ‘i’ অক্ষরটি বিশেষভাবে Apple iPhone এর কথাই স্মরণ করায়।

ছবি -GDNet

আপাতত অ্যাপল কর্তৃপক্ষ এই বিজ্ঞাপনের প্রত্যুত্তরে কোন মন্তব্য করেনি। তবে আগামীদিনেও দুনিয়ার তামাম গ্যাজেটপ্রিয় মানুষ যে এই দুই প্রতিদ্বন্দ্বীর ইতিবাচক লড়াইয়ের জন্য অপেক্ষা করে থাকবেন, তা আর আলাদা করে বলে দিতে হয়না।