Heileo H100 : Toutche ভারতের সবচেয়ে হালকা হাইব্রিড ইলেকট্রিক বাইক লঞ্চ করল

মাইসুরু ভিত্তিক স্টার্টআপ Toutche গত সোমবার নতুন প্রজন্মের Heileo H100 ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে দেশে হাজির হয়েছে। নতুন হাইব্রিড বাইকটির বুকিং চালু হয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য মডেলের ইলেকট্রিক বাইক – Heileo M100, M200,  এবং H200-এর বুকিং নেওয়াও শুরু হয়েছে।

Heileo H100 ব্যাটারি, মোটর, রেঞ্জ

Heileo H100 ইলেকট্রিক বাইকে ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, ডিট্যাচেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ও ২৫০ ওয়াট বিএলডি মোটর রয়েছে। কোম্পানি জানিয়েছে, এটি দু’টি রেঞ্জের বিকল্পে এসেছে। একটি ৬০ কিমি/চার্জ অপশন এবং অপরটি ৮০ কিমি অপশনে (প্যাডেল-অ্যাসিস্ট মোডের উপর ভিত্তি করে)।

Heileo H100 ফিচার

Toutche দাবি করেছে যে, ৬০৬১ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি Heileo H100 বাজারের সবচেয়ে হালকা ইলেকট্রিক বাইক। তিন ধরণের অপারেশন মোড, সেভেন স্পিড শিমানো গিয়ার এই বাইকের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মোডের প্রসঙ্গে আসলে, Heileo H100 ম্যানুয়াল অথবা ইলেকট্রিক মোডে ব্যবহার করা যাবে, যার মধ্যে আবার প্যাডেল অ্যাসিস্ট এবং থ্রটল মোডও অর্ন্তভুক্ত রয়েছে।
ইলেকট্রিক মোডের কথা বললে, হাইব্রিড বাইসাইকেলটি পাঁচ স্তরীয় পাওয়ার অ্যাসিস্ট এবং রাইট হ্যান্ড সাইড থ্রোটলের ব্যবহার করে।

Heileo H100 দাম, কালার অপশন, ওয়ারেন্টি

Heileo H100 বাইকটির দাম ৪৮,৯৯০ টাকা রাখা হয়েছে। স্প্রিং গ্রীন ও ফেটা হোয়াইট রঙের বিকল্পে এটি কেনা যাবে। কোম্পানি বাইকটির ফ্রেমের উপর ২ বছর ও ব্যাটারি, ইলেকট্রিক মোটর, এবং বাইকের কন্ট্রোলারের উপর দেড় বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

কলকাতা, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, এবং দিল্লিতে Toutche এর ডিলারশিপ রয়েছে। তবে এই বছরের শেষে ৭৫ এবং আগামী বছরের মধ্যে দেশজুড়ে ২০০টির বেশি ডিলারশিপ বানানোর পরিকল্পনা করছে তারা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন