Bajaj-Triumph জুটির প্রথম বাইক লঞ্চের আগেই দেশের রাস্তায় নামল, Royal Enfield চাপে পড়বে?

Published on:

New Bajaj Triumph Bike Spied Testing in India

বাজাজ অটো (Bajaj Auto) এবং ট্রায়াম্ফ মোটরসাইকেলস (Triumph Motorcycles) বিগত ২০১৭ সালে মাঝারি আকারের মোটরসাইকেল বাজারে নিয়ে আসার জন্য হাত মিলিয়েছিল। এবারে ভারতে সেগুলির মধ্যে এক বাইকের টেস্টিং করছে তারা। দেশের রাস্তায় রাইডের সময় তোলা ছবিতে দেখা গিয়েছে বাজাজ-ট্রায়াম্ফ (Bajaj-Triumph) জুটির আসন্ন বাইকে ট্যুরিং অ্যাক্সেসরিজ হিসাবে টপ-বক্স, স্যাডেল ব্যাগ এবং টেল ব্যাগ রয়েছে। এটি আসলে মূল বাইকটিা স্ক্র্যাম্বলার ভ্যারিয়েন্ট, যা ফ্রন্ট ফেন্ডার, নাকেল গার্ড এবং ডবল ব্যারেল এগজস্টের সঙ্গে আসবে।

বাইকটিতে স্পোক হুইল লক্ষ্য করা গিয়েছে। আবার পূর্বে ফাঁস হওয়া ছবিতে বাইকটির ডিজাইনের সাথে Triumph Street Twin-এর মিল পাওয়া গেছিল। এতে একটি এলইডি হেডল্যাম্প, ফ্ল্যাট হ্যান্ডেলবার, ওয়ান পিস সিট এবং স্লিক টেল ল্যাম্পের দেখা মিলতে পারে। নতুন মাঝারি আকারের বাইকটির পেছনের বাঁ দিকের অংশে একটি লাগেজ র‍্যাক দেওয়া হবে। আবার একটি আয়তাকার আকৃতির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আসবে বাইকটি।

বাজাজ-ট্রায়াম্ফ বাইকটিতে শক্তির উৎস হিসাবে একটি ৫০০ সিসির কম ক্ষমতার সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হবে। এটি হতে পারে একটি ৩৫০ সিসি ৪ ভাল্ভ এবং DOHC লেআউট ইঞ্জিন। যা থেকে ৩৫-৩৮ পিএস শক্তি উৎপাদিত হবে। এতে থাকতে পারে ডুয়েল পারপাস টায়ার।

ব্রেকিং এর দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে। যা নতুন প্রজন্মের KTM Duke থেকে নেওয়া। এটি ইউএসডি ফর্ক এবং একটি গ্যাস চার্জড মোনোশক সাসপেনশন সহ হাজির হবে। বাজারে লঞ্চে পর বাইকটি Yezdi Scrambler, Royal Enfield Scram 411 Husqvarna Svartpilen 250-র সাথে টক্কর নেবে। এর দাম আনুমানিক ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। ২০২৩-এর প্রথমার্ধেই লঞ্চ হতে পারে মোটরসাইকেলটি।

সঙ্গে থাকুন ➥