ভারতে আসছে Honda-র ইলেকট্রিক স্কুটার Benley e? টেস্ট রাইডের ছবি প্রকাশ্যে

2019 Tokyo Motor Show ইভেন্টে Honda-র ‘e:Technology’ ব্যানারের অধীনে Benley e এবং Gyro e নামে দু’টি ইলেকট্রিক স্কুটার আত্মপ্রকাশ করেছিল। এগুলি আসলে Honda-র এগজিস্টিং পেট্রোল চালিত ডেলিভারি স্কুটার Benley ও Gyro-এর ইলেকট্রিক ভার্সন৷ ওই বছরের ডিসেম্বরে Honda একটি বিজ্ঞপ্তিতে জানায়, তারা Benley e বৈদ্যুতিক স্কুটারটি 2020 সালের এপ্রিল থেকে বিক্রি শুরু করবে। ই-স্কুটারটি প্রথমে জাপানে, তারপরে বিশ্বের অন্যান্য বাজারে বিক্রি হবে। যদিও Benley e ইলেকট্রিক ডেলিভারি স্কুটার ভারতের মতো বড় টু-হুইলার মার্কেটে কবে লঞ্চ হতে পারে, Honda সেই বিষয়ে কিছু বলেনি। কিন্তু, এখন ভারতে Honda Benley e স্কুটারকে স্পট করা গেল। ARAI বা অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশনের অফ ইন্ডিয়া-র স্টিকার লাগিয়ে এই কমার্শিয়াল ইলেকট্রিক স্কুটারকে পরীক্ষামূলকভাবে রাস্তায় চালাতে দেখা গেছে

Honda-Benly-e
picture credit : MotorBeam

কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহারের কথা মাথায় রেখেই ই-স্কুটারটি ডিজাইন করা। ফ্রন্ট অ্যাপরনের নিচে এলইডি হেডলাইট থাকায় সামনের দিকে র‌্যাক লাগানোর সুবিধা থাকছে। আবার ফ্লোরবোর্ড নিচু থাকায় ডেলিভারি বক্স সহজেই লোড-আনলোড করা যাবে। Benley e-এর পেলোড ক্যাপাসিটি 60kg।

উল্লেখ্য, Honda Benley e চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Benley e 1, Benley e I Pro, Benley e II, ও Benley e II Pro৷ চারটি মডেলের মধ্যে Honda Benley e 1, Benley e I Pro এসেছে 2.8kW ইলেকট্রিক মোটরের সাথে। অন্যদিকে, Benley e II, ও Benley e II Pro মডেলে 4.2kW ব্যাটারি রয়েছে। দু’টি 48V লিথিয়াম আয়ন ব্যাটারি, (হন্ডার ভাষায় ‘Mobile Power Pack ) যা মোটরকে শক্তি যোগায়। এই ব্যাটারি রিমুভেবল এবং সোয়াইপেবল।

ARAI-এর অধীনে Honda Benly e কমার্শিয়াল ইলেকট্রিক স্কুটারের পরীক্ষা শুরু হয়ে গেছে। ফলে Honda যদি ভারতে Benly e বৈদ্যুতিন স্কুটারটি লঞ্চ করে, তাহলে কোম্পানির কর্পোরেট ক্রেতাদের জন্যই এটি মূলত উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন