Bullet-কে নয়া রূপে আনছে Royal Enfield, কিক-স্টার্ট উঠে যাবে, নতুন ইঞ্জিনে কমবে কম্পন

২০২২ শুরু হওয়ার পর থেকে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর পূর্ণ উদ্যমে জেগে ওঠার সাক্ষী সমগ্র ভারতবাসী। বছরের শুরুটা হয়েছিল Scram 411 মোটরসাইকেল লঞ্চের মাধ্যমে। তারপর গত মাসে Hunter 350 বাজারে এনেছে তারা। এবারে পরবর্তী মডেল হাজির করতে জোরকদমে লেগে পড়েছে চেন্নাইয়ের সংস্থাটি। অগণিত বাইকারদের আবেগ Bullet 350-কে নতুন রূপে হাজির করতে চলেছে তারা। মোটরসাইকেলটার নতুন প্রজন্মের মডেলকে ফের একবার দেশের রাস্তায় ট্রায়াল চলাকালে ধরা পড়ল। অনুমান করা হচ্ছে নিউ জেনারেশন Royal Enfield Bullet 350 এ বছরের শেষের দিকে বাজারে পা রাখবে।

বাজার চলতি মডেলের মতোই আসন্ন Bullet 350 সংস্থার সবচেয়ে সস্তার বাইক হিসেবে উপলব্ধ হবে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। এর আগেও একাধিকবার ভারতের রাস্তায় পরীক্ষা চালানোর সময় বাইকটির নানা ছবি সামনে এসেছে। তবে এবারের ফাঁস হওয়া স্পাইশট দেখে অনুমান, গণ উৎপাদন শুরু হতে আর বিলম্ব নেই।

নতুন Bullet 350-তে Classic 350-র একাধিক বৈশিষ্ট্য চাক্ষুষ করা যাবে। যেমন J প্ল্যাটফর্মের ইঞ্জিন সমেত নতুন ডবল ক্র্যাডেল চ্যাসিস। এর ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টটেড OHC এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন থেকে ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৫-স্পিড গিয়ারবক্স। বর্তমান মডেলের থেকে কম ঝাঁকুনি, উন্নতর রাইডিং ও হ্যান্ডলিংয়ের সুবিধা মিলবে।

রেট্রো থিমের এই মোটরসাইকেলে সিলভার কেসিং এবং রেগুলার পাইলট ল্যাম্প সহ একটি গোলাকৃতি হ্যালোজেন হেডল্যাম্প, হ্যালোজেন টার্ন সিগনাল এবং সম্ভবত নতুন কালার স্কিম দেওয়া হতে পারে। অন্যান্য হাইলাইটের মধ্যে একটি টিউবুলার গ্র্যাব রেল, চানকি ফেন্ডার, কার্ভি ফুয়েল ট্যাঙ্ক, সিঙ্গেল পিস সিট, মিডিল সেট ফুটপেগ, আপরাইট হ্যান্ডেলবার পজিশন, আপডেটেড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রিয়ার মোনোশক, প্রভৃতি থাকবে।

উল্লেখ্য, Royal Enfield Bullet 350-এ চিরাচরিত প্রথা মতো কিক-স্টার্ট থাকছে না। ব্রেকিংয়ের জন্য সামনে ও পেছনে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম সহ ডিস্ক ব্রেক দেওয়া হবে। টিউবলেসের বদলে টিউব যুক্ত টায়ার থাকবে বলেই মনে করা হচ্ছে।