আইকনিক ফ্লিপ ফোনের স্মৃতি ফিরিয়ে লঞ্চ হল Samsung Galaxy Z Flip5 Retro, দাম ও ফিচার দেখে নিন

আইকনিক Samsung SGH-E700 ফ্লিপ ফোনের অনুভূতি দেবে সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy Z Flip 5 Retro এডিশন

Samsung প্রায়শই তাদের বিদ্যমান হ্যান্ডসেটের বিশেষ সংস্করণ বা স্পেশাল এডিশন নিয়ে আসে। আজ অর্থাৎ ৩০শে অক্টোবর সংস্থাটি তাদের লেটেস্ট ফ্লিপ-স্টাইল স্মার্টফোন Samsung Galaxy Z Flip 5 -এর একটি বিশেষ সংস্করণ নিয়ে এসেছে। এটির নাম Galaxy Z Flip 5 Retro। আর এই স্পেশাল এডিশনকে Samsung -এর প্রথম অ্যান্টেনা যুক্ত ফ্লিপ হ্যান্ডসেটের দুই দশক পূর্ণ হওয়া উপলক্ষে লঞ্চ করা হয়েছে।

জানিয়ে রাখি, সংস্থাটি ইতিমধ্যেই আলোচ্য ফ্লাগশিপ ফোনের দুটি বিশেষ সংস্করণ ঘোষণা করেছে, যথা – Galaxy Z Flip 5 BTS Limited Edition এবং Galaxy Z Flip 5 Special Edition (নতুন কালার ভ্যারিয়েন্ট সহ)। তবে সদ্য আগত তৃতীয় ‘স্পেশাল এডিশন’ -টি ২০ বছরের ব্যবধানে ফোল্ডেবল মোবাইল তৈরীর ক্ষেত্রে Samsung কতটা অগ্রণী ভূমিকা পালন করেছে তার প্রমাণ-স্বরূপ।

আইকনিক Samsung SGH-E700 ফ্লিপ ফোনের অনুভূতি দেবে সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy Z Flip 5 Retro এডিশন

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো স্মার্টফোনটি ২০০৩ সালে লঞ্চ করা আইকনিক স্যামসাং এসজিএইচ-ই৭০০ (Samsung SGH-E700) বা সংক্ষেপে স্যামসাং ই৭০০ (Samsung E700) ফ্লিপ মডেল দ্বারা অনুপ্রাণিত। জানিয়ে রাখি, স্যামসাং ই৭০০ হল সংস্থার প্রথম ফ্লিপ ফোন যাকে একটি ইন-বিল্ট অ্যান্টেনা সহ নিয়ে আসা হয়েছিল। সর্বোপরি তৎকালীন সময়ে মডেলটি এতটাই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে যে স্যামসাং গ্রাহকদের মনে ও মোবাইল ইন্ডাস্ট্রিতে নিজেদের একটা পাকাপোক্ত জায়গা তৈরী করে নিতে সক্ষম হয়েছিল। নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ৫ রেট্রো এডিশন ফ্লিপ ফোল্ডেবল স্মার্টফোন তৈরির ক্ষেত্রে স্যামসাংয়ের ২০ বছরের প্রযুক্তিগত অগ্রগতিকে প্রদর্শন করে।

Samsung Galaxy Z Flip5 Retro

স্যামসাং ই৭০০ -এর মতোই গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো ফোনকে – ইন্ডিগো ব্লু এবং সিলভার কালারে পাওয়া যাবে। এতে তৎকালীন সময়ের (২০০০ -এর দশক) পিক্সেল গ্রাফিক্স ডিজাইন দেখা যাবে। আবার নয়া হ্যান্ডসেটে সিটিস্কেপের নতুন ফ্লেক্স উইন্ডো অ্যানিমেশনও রয়েছে। এছাড়া, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো -এর সাথে আসা রিটেল বক্সের মধ্যে – স্যামসাংয়ের পুরাতন লোগো আঁকা তিনটি ফ্লিপসুট কার্ড, একটি ফ্লিপসুট কেস এবং ইউনিক সিরিয়াল নম্বর খোদাই করা একটি কালেক্টর কার্ড অন্তর্ভুক্ত থাকছে।

Samsung Galaxy Z Flip 5 Retro এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৬৪০x১০৮০ পিক্সেল) ডায়নামিক AMOLED প্রাইমারি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও ৪২৫ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। একইভাবে এটি ৩.৪-ইঞ্চির AMOLED ফ্লেক্স উইন্ডো / স্ক্রিনের সাথে এসেছে, যা ৬০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৭২০x৭৪৮ পিক্সেল রেজোলিউশন অফার করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং অ্যাড্রেন ৭৪০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৮ জিবি LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি রম পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম স্কিন চালিত।

নতুন Samsung Galaxy Z Flip 5 Retro ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – OIS সমর্থিত ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে ডিভাইসের সামনে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। তদুপরি, অডিও সিস্টেম হিসাবে এতে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে – এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ই-সিম স্লট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থন করে। IPX8 রেটিং প্রাপ্ত এই ফ্লিপ মডেলের পরিমাপ ভাঁজ অবস্থায় ৮৫.১x৭১.৯x১৫.১ মিমি, খোলা অবস্থায় ১৬৫.১x৭১.৯x৬.৯ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।

Samsung Galaxy Z Flip 5 Retro -এর দাম ও লভ্যতা

স্যামসাং এখনও তাদের এই নয়া ফ্লিপ-স্টাইল হ্যান্ডসেটের ‘স্পেশাল’ এডিশনের দাম প্রকাশ্যে আনেনি। তবে জানা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো স্মার্টফোনকে আগামী ১লা নভেম্বর থেকে – যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, স্পেন এবং অস্ট্রেলিয়ার বাজারে কেনার জন্য উপলব্ধ করা হবে। এছাড়া, ফ্রান্সে ২রা নভেম্বর থেকে মডেলটির বিক্রি শুরু হবে।

জানিয়ে রাখি, বিশেষ সংস্করণ হওয়ার দরুন প্রত্যেকটি দেশীয় বাজারে এর সীমিত পরিমাণ ইউনিট পাওয়া যাবে।