Harley Davidson এর অনুকরণে দুর্ধর্ষ ক্রুজার বাইক নিয়ে ভারতে হাজির চীনের QJ Motor

ভারতের দোরগোড়ায় ইতিমধ্যেই এসে উপস্থিত প্রতিবেশী দেশ চীনের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা QJ Motor। অর্থাৎ এদেশের বাজারে এবার মোটরবাইক সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও চরমে উঠবে বলেই মনে করা হচ্ছে। প্রথম দফায় QJ Motor চারটি আন্তর্জাতিক মডেল নিয়ে এসেছে এখানে – SRC 250, SRC 500, SRV 300 এবং SRK 400। এই বাইকগুলি সবই মাল্টি ব্র্যান্ড ফ্রাঞ্চাইছি মটো ভোল্ট (Moto Volt) এর মাধ্যমে বিক্রি হবে। আর দেশজুড়ে সেলস ও ডিস্ট্রিবিউশনের কাজ সামলাবে আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া। সবকটি বাইকই ভারতের মাটিতেই অ্যাসেম্বল করা হবে।

চারটি মডেলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং ক্রুজার মোটরসাইকেল SRV 300। যা অনেকটা ৎার্লে ডেভিডসনকে অনুকরণ করে বানানো। বাইকটির সামনে রয়েছে খাঁজযুক্ত ফেন্ডার। এছাড়াও টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকার হেডলাইট, কালো রঙের ইঞ্জিন এবং এগজস্ট পাইপ যথেষ্ট নজর কাড়ে। বাইকটিতে একজোড়া পাদানি থাকলেও এর পিলিয়নের বসার জায়গা বেশ কম।

সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনে ইউএসডি ফর্ক ও পিছনে টুইন সক অ্যাবজর্ভার বিদ্যমান। এছাড়াও সামনের ও পিছনের চাকাতে যথাক্রমে ২৮০ মিমি ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। SRV 300 মডেলটি লম্বায় ২১১০ মিমি, চওড়ায় ৮৫০ মিমি ও উচ্চতায় ১১০০ মিমি। এর হুইল বেসটির দৈর্ঘ্য ১৪০০ মি. ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মিমি।

বাইকটির ফুয়েল ট্যাংকের তেল ধারণ ক্ষমতা ১৩.৫ লিটার। ওজন ১৬৪ কেজি। আর সিটের উচ্চতা ৭০০ মিমি। সামনের দিকে ১৬ ইঞ্চির চাকা থাকলেও পিছনে রয়েছে ১৫ ইঞ্চির চাকা। সামনের ও পিছনের চাকায় ব্যবহৃত হয়েছে ১২০/৮০ ও ১৫০/৮০ সেকশনের টায়ার। অতিরিক্ত সেফটি ফিচার্স হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস বিদ্যমান।

SRV 300 ক্রুজারকে চলার শক্তি যোগায় ২৯৬ সিসির লিকুইড কুল্ড ভি-টুইন ইঞ্জিন। SOHC প্রযুক্তির এই ইঞ্জিনে রয়েছে চারটি ভাল্ভ। ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩০.৩ হর্সপাওয়ার এবং ৫,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ২৬ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এর। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত ট্রান্সমিশন সিস্টেম। QJ Motor SRV 300 এর দাম সামনের মাসে ঘোষণা হবে বলে জানা গিয়েছে।