পুরনো হ্যালোজেন বদলে এলএইডি, মডার্ন ফিচারে সজ্জিত Royal Enfield এর নতুন বাইকের পর্দাফাঁস

আমরা সকলেই প্রায় অবগত যে আগামী ২০২৩ সালে একগুচ্ছ নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। এর মধ্যে যেমন রয়েছে ৩৫০ সিসির বাইক তেমনই থাকবে ৬৫০ সিসির নানা রকম মডেল। এমনকি ৪৫০ সিসি ইঞ্জিন যুক্ত বিভিন্ন মোটরসাইকেল বাজারে আনার পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে রাস্তায় ট্রায়াল চলার সময় একঝলক দেখতে পাওয়া গেল রয়্যাল এনফিল্ড এর এক নামহীন আপকামিং ৬৫০ সিসির স্ক্র্যাম্বলার বাইকে।

স্পাই ক্যামেরা ধরা পড়া ছবি থেকেই স্পষ্ট এর সামনে রয়েছে এলইডি হেডলাইট। এছাড়াও এই স্ক্র্যাম্বলার বাইকটির প্রাণভ্রোমরা হল ৬৪৮ সিসির প্যারালার টুইন ইঞ্জিন, যা ৪৬ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সাথে রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন সিস্টেম ও স্লিপার ক্লাচ। সম্ভবত এই ইঞ্জিনটি নতুন ভাবে টিউন করে বাজারে আনতে পারে রয়্যাল এনফিল্ড।

আপকামিং Royal Enfield Scrambler 650 বাইকটিতে রয়েছে একটি লম্বা এগজস্ট পাইপ। এমনকি এই এগজস্ট পাইপটি থেকে ধোঁয়া একটি চ্যানেল দ্বারাই নির্গত হয়। অর্থাৎ বর্তমানের টুইন এগজস্ট সিস্টেমের থেকে এটি খানিকটা হালকা বলেই মনে হচ্ছে। তবে সংস্থার বর্তমানের বাইকগুলির তুলনায় এর এগজস্ট সাউন্ড অনেক বেশি জোরে ও বেস যুক্ত।

সুপার মিটিওর ৬৫০-র মতই সামনে ইউএসডি ফর্ক ও এলইডি হেডলাইট এর দেখা মিলবে নতুন স্ক্র্যাম্বলারে। তবে এই মডেলটিতে নতুন ধরনের টার্ন ইন্ডিকেটরের দেখা মিলতে পারে। এছাড়াও এতে এক বিশেষ ধরনের মডিফাই করা সাবফ্রেম ব্যবহার করা হয়েছে। এর ফলে আক্ষরিক অর্থেই স্ক্র্যাম্বলারের মতো লুক পেয়েছে এটি। বাইকটিতে একটানা সিঙ্গেল সিট ও আড়াআড়ি ভাবে দাগ দেওয়া সিট কভার লাগানো রয়েছে।

রয়্যাল এনফিল্ড এই স্ক্র্যাম্বলার মডেলটিতে বসার ভঙ্গি একদম সোজা। তবে খানিকটা স্পোর্টি লুক দেওয়ার জন্য এর ফুটপেগের অবস্থান কিছুটা পিছনে। হান্টার ৩৫০-র তুলনায় এর হ্যান্ডেলবার অনেকটাই উঁচু। হ্যান্ডেলবার এর সঙ্গে ইন্সট্রুমেন্ট কনসোলটিও খানিকটা উঁচুতে অবস্থিত। যদিও বাইকটির টেস্টিং সংস্করণে উইন্ডশীল্ড অনুপস্থিত, তবে ফাইনাল প্রোডাকশনে এটি থাকবে বলেই মনে করা হচ্ছে।