36 বছর আগে Bullet বাইকের দাম কত ছিল জানেন? রসিদ দেখলে চমকে উঠবেন

আস্ত একটি নতুন রয়্যাল এনফিল্ড বুলেট এর দাম নাকি মাত্র ১৮,৭০০ টাকা! আমরা কথা বলছি আজ থেকে ৩৬ বছর আগের সময়ের, যখন লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ছিল মাত্র ৮.৫০ টাকা ও ৩.৫০ টাকা। প্রতিটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হতো ৫৭.৬০ টাকায়। তাই সেই দৃষ্টিভঙ্গিতে এই দাম যথার্থ। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ১৯৮৬ সালের একটি ডিলারশিপ থেকে বুলেট ৩৫০ বিক্রি করার রশিদ।

সন্দীপ অটো কোম্পানি নামক বোকারোর এক শোরুমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এই বিলটি। যেখানে স্পষ্ট লেখা এই বাইকটি কিনতে গ্রাহকের খরচ হয়েছে ১৮,৭০০ টাকা। সেই সময় রয়্যাল যুক্ত না হওয়ার কারণে বাইকটিকে শুধু এনফিল্ড বুলেট নামেই ডাকা হতো। তাছাড়াও একটা সময় এই বুলেটকে এতটাই শক্তিশালী ও মজবুত মোটরবাইক বলে মনে করা হতো যে ভারতীয় সেনা দেশের বর্ডারে এই বাইক নিয়েই পাহারা দেওয়ার কাজ করতো।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশক ধরেই এদেশের বাজারে অন্যতম আইকনিক বাইক হিসাবে নিজের জায়গা তৈরি করেছে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০। এই দীর্ঘ সময় ধরে বুলেটে তেমন অদল-বদল না হলেও জনগণের মধ্যে আজও সেই উদ্দীপনা একই রকম ভাবেই বিদ্যমান। এমনকি আজকের দিনেও সংস্থার সবচেয়ে কম দামের মডেল হিসেবে রমরমিয়ে বিকচ্ছে বুলেট। বর্তমানে এর এক্স শোরুম মূল্য ১.৫ লাখ টাকা।

Royal Enfield Bullet 350 Rs 18700 Viral Bill

তবে আগামী কয়েক মাসের মধ্যেই বুলেট ৩৫০ এর নতুন প্রজন্মের মডেল দেখতে পাবো আমরা। ইতিমধ্যেই এই বাইকের পরীক্ষা-নিরীক্ষা চূড়ান্ত পর্যায়ে। তাছাড়াও কিছু তথ্যসূত্র মারফত দাবি করা হয়েছে যে অদূর ভবিষ্যতে এদেশের রাস্তায় নাকি ঝড় তুলবে বুলেটের ৬৫০ সিসি ভার্সন। তবে একথা সত্য যে আগামীতে ৩৫০ সিসি থেকে ৬৫০ সিসি পর্যন্ত রেঞ্জের মধ্যে একগুচ্ছ মোটরবাইক লঞ্চ করার যাবতীয় বন্দোবস্ত চালিয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ড।