OnePlus Nord 2T মিড রেঞ্জে Dimensity 1300 প্রসেসর ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে

শীঘ্রই চীনা সংস্থা ওয়ানপ্লাস তাদের জনপ্রিয় Nord সিরিজের অধীনে একটি নতুন ডিভাইস বাজারে আনতে চলেছে। এই স্মার্টফোনটি OnePlus Nord 2T নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার এই আসন্ন ওয়ানপ্লাস ফোনটির প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন। মনে করা হচ্ছে OnePlus Nord 2T মডেলটি গতবছর জুলাইয়ে লঞ্চ হওয়া পূর্বসূরি OnePlus Nord 2-এর মতো মিড রেঞ্জে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে।

ওয়ানপ্লাস নর্ড ২টি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Nord 2T Expected Specifications)

টিপস্টার অনলিক্স (OnLeaks) ওয়ানপ্লাস নর্ড ২টি স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, এই ফোনে থাকবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ (২,৪০০×১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে।

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর৷ এই প্রসেসরটি এখনও উন্মোচিত হয়নি। তাই মনে করা হচ্ছে আসন্ন ফোনটি এই চিপসেট যুক্ত প্রথম ডিভাইসগুলির মধ্যে একটি হতে চলেছে৷ এছাড়া ফোনটি ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। এটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২ (OxygenOS) কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 2T-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে উপস্থিত থাকবে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 2T ফোনে পাওয়া যাবে ৮০ ওয়াট সুপারভিওওসি (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনেও OnePlus 10 Pro-এর মতো ফ্ল্যাগশিপ-লেভেল চার্জিং ক্ষমতা থাকতে পারে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত এই ওয়ানপ্লাস ফোনটির লঞ্চের তারিখ এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্যই পাওয়া যায়নি। OnePlus Nord 2 ফোনটির তুলনায় এই আসন্ন হ্যান্ডসেটে মার্জিনাল আপগ্রেড থাকার বিষয়টি বিবেচনা করে অনুমান করা হচ্ছে OnePlus Nord 2T সম্ভবত একই দামে বাজারে লঞ্চ করা হবে।