Sony ইলেকট্রিক গাড়ির জন্য গেম চেঞ্জিং সেন্সর তৈরি করছে, 70% বিদ্যুৎ সাশ্রয় করে রেঞ্জ বাড়াতে সাহায্য করবে

বিশ্বে অটোনোমাস বা স্বয়ংচালিত গাড়ি এখনও ততটা প্রচলিত হয়নি। বর্তমানে বহু সংস্থাই এই জাতীয় গাড়ির উপর রাতদিন এক করে কাজ করে চলেছে। এহেন পরিস্থিতিতে টেকনোলজি জায়ান্ট সনি গোষ্ঠী (Sony Group)-র নয়া উদ্ভাবন চালকবিহীন গাড়ির প্রযুক্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। এশিয়া নিক্কেই-এর রিপোর্টে দাবি করা হয়েছে, তারা এমন এক সেল্ফ-ড্রাইভিং সেন্সর তৈরির করছে, যা বাজারে উপলব্ধ সেন্সরগুলির তুলনায় ৭০% কম বিদ্যুৎ পোড়াবে। এই সেন্সর ভবিষ্যতের স্বয়ংচালিত গাড়িতে বিদ্যুতের সাশ্রয় করতে সহায়তা করবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি বিদ্যুৎ সাশ্রয়কারী সেন্সরের সফটওয়্যার জাপানের বৃহত্তম অটোনোমাস ড্রাইভিং সিস্টেম কোম্পানি টিয়ার ফোর (Tier IV) বিকাশ করবে। সনি আরও বলেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চালকহীন বৈদ্যুতিক গাড়িতে অধিক সাবলীলতা আনতে ইমেজ রিকগনিশন এবং র‍্যাডার টেকনোলজি এই বিদ্যুৎ সাশ্রয়কারী সেন্সরে যোগ করা হবে।

বৈদ্যুতিন সরঞ্জাম ছাড়াও বর্তমানে সনি অটোমোবাইলের মধ্যে বিশেষত ইলেকট্রিক এবং স্বয়ংচালিত গাড়ির প্রতি অধিক উৎসাহ দেখাচ্ছে। আবার কানেক্টেড কার টেকনোলজিতেও তাদের আগ্রহ অপরিসীম। সম্প্রতি সংস্থাটি হোন্ডা (Honda) মোটর কোম্পানির সাথে হাত মিলিয়েছে। তাদের যৌথ সংস্থা বা জয়েন্ট ভেঞ্চারের নাম Sony Honda Mobility Inc। এই সংস্থাটি প্রধানত প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ি উন্নয়ন এবং বিক্রি করবে। বলাই বাহুল্য, সনির তৈরি নয়া সেন্সর তাদের আসন্ন যৌথ উদ্যোগে নির্মিত বৈদ্যুতিক অটোনোমাস গাড়িতে ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, ইলেকট্রিক গাড়ি সফটওয়্যারের উপর ভীষণভাবে নির্ভরশীল। যা একটি আইসিই গাড়ির ক্ষেত্রে দেখা যায় না। চিরাচরিতভাবেই একটি বৈদ্যুতিক গাড়ির সফটওয়্যার এবং সেন্সরে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। যা গাড়ির রেঞ্জের উপরও প্রভাব বিস্তার করে। ফলে এই জাতীয় গাড়িতে বিদ্যুৎ সাশ্রয়কারী সেন্সর ব্যবহৃত হলে, স্বভাবতই রেঞ্জ অনেকাংশে বৃদ্ধি পাবে।