ছয় বছরের রেকর্ড ভেঙে তৃতীয় প্রান্তিকে সর্বোচ্চ লাভ Samsung এর

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অন্যান্য কোম্পানিদের থেকে অনেকটাই ভালো ফল করলো Samsung Electronics। জুলাই থেকে সেপ্টেম্বর অবধি সময়ে সংস্থাটি স্মার্টফোন থেকে যে পরিমাণ লাভ করেছে তাতে সংস্থার ছয় বছরের লাভের রেকর্ড তো ভেঙেছেই, পাশাপাশি Samsung বিশ্বের কিছু বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলিকে পরাজিত করেছে। আসুন স্যামসাং ও অন্যান্য কোম্পানিগুলির তৃতীয় প্রান্তিকের রিপোর্ট জেনে নিই।

দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় সংস্থাটি মার্কিন মুলুকে Apple ও ভারতে Xiaomi কে পেছনে ফেলেছে। তদুপরি, সংস্থাটি, কাপের্টিনো ভিত্তিক সংস্থা Apple-এর সাথে তার যে লাভের অঙ্কের ব্যবধান ছিল সেটাও কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এবছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং ৩২.৬% প্রফিট শেয়ার অর্জন করেছে, যেখানে গত বছর অর্থাৎ ২০১৯ সালে সংস্থার লাভ ছিল মাত্র ১৮.৮%। রিপোর্ট অনুযায়ী, বিগত ছয় বছরে এটিই সংস্থার সর্বোচ্চ মুনাফা, যদিও ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩৭.৯% প্রফিট শেয়ার ছিল স্যামসাংয়ের।

যদিও লাভের দিক থেকে টেক জায়ান্ট সংস্থা Apple এখনও ৬০.৫% প্রফিট শেয়ারসহ লাভজনক স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বিশ্ব বাজারে শীর্ষস্থান দখল করে রয়েছে। তবে গত বছরের তুলনায় এই সংস্থার লাভের পরিসংখ্যান কিছুটা কমেছে, আগের বছর অ্যাপলের প্রফিট শেয়ার ছিল ৬৬.৯%। নতুন iPhone 12 সিরিজ প্রকাশের পরই সংস্থার অপারেটিং মার্জিন হ্রাস পেয়েছে। অন্যদিকে, স্যামসাংয়ের মোবাইল সংক্রান্ত খবর সরবরাহকারী পোর্টাল স্যামমোবাইল একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে বলা হয়েছে গত বছরের তুলনায় এই বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের অপারেটিং মার্জিন ১১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

একইভাবে, বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং ইলেক্ট্রনিক্স, গ্লোবাল স্মার্টফোন মার্কেট থেকে ২২.৬% রেভেনিউ লাভ করেছে, যেখানে অ্যাপল ২৯.৫% রেভেনিউ আয় করতে সক্ষম হয়েছে। আবার এই প্রান্তিকে মার্কেট শেয়ারের কথা বললে স্যামসাংয়ের দখলে আছে ২১.৯ শতাংশ মার্কেট। দুই চীনা প্রযুক্তি সংস্থা Huawei এবং Xiaomi যথাক্রমে ১৪.১% এবং ১২.৭% মার্কেট শেয়ার পেয়েছে।