বজ্রের থেকে নামের অনুপ্রেরণা, Thunder বাইক লঞ্চ করে চমকে দিল Royal Enfield

সম্প্রতি রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের Interceptor 650 ক্লাসিক বাইকের নতুন Lightning ভার্সন আর্ন্তজাতিক বাজারে উন্মোচন করেছে। একইসাথে মোটরসাইকেলটির যমজ মডেল হিসাবে পরিচিত Continental GT 650 এর নতুন Thunder এডিশন লঞ্চের কথাও ঘোষণা করেছে তারা। আন্তর্জাতিক বাজারে হাজির হওয়া রয়্যাল এনফিল্ডের বাইক দুটি আসলে সাধারণ মডেলের মডিফায়েড ভার্সন। বাইক দুটিতে বিশেষত্ব হিসেবে কিছু অতিরিক্ত অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে।

Royal Enfield Continental GT 650 থান্ডার এডিশন ও Interceptor 650 লাইটনিং এডিশন

Continental GT 650 Thunder এডিশনটি অনেকাংশেই Interceptor 650-এর ন্যায় দেখতে। এতে সংযুক্ত নতুন অ্যাক্সেসরিজ ট্যুরিং মডেলের স্বাদ দেবে। তবে এর হ্যান্ডেলবার এবং ফুটপেগের পজিশন স্পোর্টি স্টাইল এনেছে। ইউরোপের বাজারে বাইকটির দাম ৬,৬৫৯ ইউরো ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬.৫৮ লক্ষ টাকা।

ইঞ্জিন এবং হার্ডওয়্যার

মোটরসাইকেল দুটিতে চালিকাশক্তি জোগাতে উপস্থিত একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে ৭,১৫০ আরপিএম গতিতে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫,২৫০ আরপিএম গতিতে ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

কারিগরি বৈশিষ্ট্য হিসেবে মোটরসাইকেলটিতে উপস্থিত ১৮ ইঞ্চি স্পোক হুইল। সাসপেনশন হিসেবে রয়েছে ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সহ ১১০ মিমি ট্রাভেল এবং ৮৮ মিমি ট্রাভেল সহ রিয়ার ডুয়েল স্প্রিং। ব্রেকিংয়ের জন্য ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে যথাক্রমে ৩২০ মিমি ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। ইন্টারসেপ্টরে রয়েছে একটি ১৩.৭ লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে ৬৫০-এ উপস্থিত একটি ১২.৫ লিটারের ট্যাঙ্ক।

দাম এবং ভারতে লঞ্চের সময়কাল

Interceptor 650 এবং Continental GT 650-এর লাইটিং এবং থান্ডার এডিশনটি ভারতে বিক্রি করা হয় না। কিন্তু যদি কোনো গ্রাহক ইচ্ছুক থাকেন, তবে রয়্যাল এনফিল্ড এক্সেসরিজ ক্যাটালগ থেকে নিজের পছন্দ মত সাজিয়ে নিতে পারেন মোটরসাইকেল দুটি।