RE Himalayan-কে টেক্কা দিতে Hero-র বাজি Xpulse 400, দাম-ফিচার কেমন হবে?

বাজারে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ৪৫০ সিসি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Himalayan 450 বাজারে আসা নিয়ে ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে। সব ঠিকঠাক চললে ২০২৩-এ বাজারে হাজির হবে এটি। তবে বাইকটি যাতে খালি মাঠে গোল দিতে না পারে তাই কোমর বন্ধনী শক্ত করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। হিমালয়ান ৪৫০-র সাথে টক্কর নিতে সংস্থাটি ৪০০ সিসি Xpulse তৈরি করছে বলে জল্পনা দানা বেঁধেছে। আসুন Hero Xpulse 400-এর সম্পর্কে বিশদে জেনে নিই।

Hero Xpulse 400

হিরো তাদের নতুন এক্সপাল্স ৪০০-কে অফ-রোড বাইক হিসেবে আনবে বলে সূত্রের দাবি। ইতিমধ্যেই বাইকটিকে এদেশের রাস্তায় ট্রায়াল চলাকালীন একাধিকবার দেখা গিয়েছে। স্পট হওয়া ছবিতে দেখা গিয়েছে এতে উপস্থিত আপরাইট হ্যান্ডেল, একটি বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক এবং গিয়ার সিটিং পজিশন।

Hero Xpulse 400 স্পেসিফিকেশন

সূত্রের খবর, হিরো তাদের এই বাইকটি অফ-রোড ও রোড-বায়াস্ড – উভয় বিকল্পে হাজির করবে। যাতে দুই ধরনের বাইকপ্রমীদের আকৃষ্ট করা যায়। এদিকে হিরো বর্তয়ানে যে ৪০০ সিসির ইঞ্জিনটি তৈরি করছে সেটি Xpulse ও Xtreme 400S উভয় মডেলে ব্যবহারের উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। রিপোর্টের দাবি, এই ৪২১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৩৯ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। তবে Xpulse 400 ভার্সনের টর্ক কম হতে পারে।

Himalayan 450-এর প্রতিপক্ষের লঞ্চের সময়কাল

হিরো তাদের আসন্ন Xpulse 400 সম্পর্কে এখনও মুখ খোলেনি। অনুমান করা হচ্ছে ২০২৩-এই এটি বাজারে হাজির করা হতে পারে। এমনকি রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এর আগেই এটি বাজারে হাজির হবে বলে মনে করা হচ্ছে। বাইকটির দাম ২.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।