Royal Enfield Hunter 350 এর দাপটে অন্যরা ম্লান, লঞ্চের চার মাস না যেতেই নয়া মাইলস্টোন

উৎসবমুখর অক্টোবর ভারতের সকল গাড়ি সংস্থাকেই বিক্রির প্লাবন দিয়ে ভরিয়ে দিয়েছে। সংস্থাগুলির চোখেমুখে তাই খুশির আভা ফুটে উঠেছে। তেমনই প্রিমিয়াম রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ক্ষেত্রেও একই অবস্থা। সংস্থাটি জানিয়েছে গত মাসে টু-হুইলারের বিক্রি নাকি এখনও পর্যন্ত তাদের একমাসের সর্বাধিক বেচাকেনা ছিল। এমনকি গত আগস্ট মাসে লঞ্চ করা Hunter 350-র চাহিতা এত বেশি, যা জোগান দিতে ৫০ হাজারতম ইউনিট এ মাসেই তৈরি করে ফেলেছে সংস্থা।

ভারতে রয়্যাল এনফিল্ডের বিক্রিত মডেলগুলি হল – Classic 350, Hunter 350, Bullet (350 ও 350 ES), Meteor 350, Himalayan, Scram 411 এবং 650 Twins (Interceptor ও Continental GT)। ভারতের বাজারে ও রপ্তানি ধরে গত মাসে সংস্থার মোট ৮২,২৩৫ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর ওই সময়ে তাদের বেচাকেনার অঙ্ক ৪৪,১৩৫ থাকায় বিক্রিবাটায় ৮৬ শতাংশ অগ্রগতি ঘটেছে। গত বছরে বাইকের বিক্রিতে পতনের জন্য সেমিকন্ডাক্টরের অপ্রতুলতাকে দায়ী করা হয়েছিল।

আবার গত মাসে রয়্যাল এনফিল্ড কেবল এদেশের বাজারে ৭৬,৫২৮টি মোটরবাইক বিক্রি করেছে। আগের বছরের ওই সময়ে এর সংখ্যা ৪০,৬১১ থাকায় এবারের বিক্রিতে ৮৮ শতাংশ বৃদ্ধি নজরে পড়েছে। আবার বিদেশের বাজারে টু-হুইলার প্রেরণের ক্ষেত্রেও বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। গতবারের চাইতে এবারের রপ্তানি ২,১৮৫ ইউনিট বৃদ্ধি পাওয়ায় উত্থানের হার ৬২ শতাংশ।

এই প্রসঙ্গে রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন বলেন, “উৎসবের মরসুম শুরু থেকে সমগ্র অক্টোবর মাস জুড়ে চাহিদায় বাড়বাড়ন্ত বজায় ছিল। যে কারণে ২০২২-এর অক্টোবর আমাদের এক মাসের সর্বাধিক বিক্রির এনে দিয়েছে।” উল্লেখ্য, সেপ্টেম্বর এবং আগস্টে রয়্যাল এনফিল্ডের টু-হুইলার বিক্রির সংখ্যা ছিল যথাক্রমে ৮২,০৯৭ এবং ৭০,১১২।

Royal Enfield Hunter 350 দাম ১,৪৯,৯০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এর টপ-এন্ড মেট্রো রেবেল মডেলটির মূল্য ১,৬৮,৯০০ টাকা (এক্স-শোরুম)। এতে সংস্থার নতুন J প্ল্যাটফর্মের ৩৪৯ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন আছে। যা থেকে সর্বোচ্চ ২০ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৫ কিমি।