২০০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy S23 Ultra ফোনের চার্জিং স্পিড সামনে আনল‌ 3C কর্তৃপক্ষ

চলতি বছরের শুরুতে বাজারে এসেছিল Samsung Galaxy S22 Ultra। আশা করা যায়, আগামী বছরের শুরুতে এর উত্তরসূরী হিসেবে আসবে Samsung Galaxy S23 Ultra। যদিও ফোনটি লঞ্চ হতে এখনও কয়েকমাস বাকি, তবে একে এখন একের পর এক বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। সম্প্রতি Samsung Galaxy S23 Ultra কে চীনের 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে এই ফ্ল্যাগশিপ ফোনটির চার্জিং স্পিড জানতে পেরেছি আমরা।

Samsung Galaxy S23 Ultra পেল 3C সার্টিফিকেশন সাইটের অনুমোদন

থ্রিসি সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের মডেল নম্বর SM-S9180। আর এই ফোনে সবচেয়ে কম ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর চার্জারের মডেল নম্বর থাকবে EP-TA800। যদিও গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের বক্সে কোনো চার্জার ছিল‌ না। আশা করা যায় উত্তরসূরীও একই পথের পথিক হবে।

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছিল। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর থেকেও বেশি স্পিড অফার করলে অবাক হওয়ার কিছু নেই। কারণ বর্তমানে একাধিক ফ্ল্যাগশিপ ফোন ৬৬ ওয়াট থেকে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হচ্ছে।

যাইহোক, Samsung Galaxy S23 Ultra ফোনে ৬.৮ ইঞ্চি কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এর স্ক্রিনটি কার্ভড হবে এবং এর পাঞ্চ হোলের মধ্যে ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে।

Samsung Galaxy S23 Ultra -র বড় চমক হবে রিয়ার ক্যামেরা সেটআপ। কারণ এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এছাড়া ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১০এক্স অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।