জল থেকে জঙ্গল অনায়াসে ছুটবে, Himalayan এর 650cc ভার্সন লঞ্চ করবে Royal Enfield

৩৫০ সিসি রেট্রো বাইকের বাজার কাঁপিয়ে এবার আরও বড় ইঞ্জিনের মোটরসাইকেলের প্রতি ঝোঁক বাড়িয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। Interceptor 650 ও Continental GT 650-র পর সদ্য শেষ হওয়া রাইডার ম্যানিয়া-তে তারা ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650 প্রর্দশিত করেছে। সামনের বছর লঞ্চ হবে এটি। তবে এবারে সংস্থার আরও একটি নতুন ৬৫০ সিসি মডেল হাজির করার খবর অনলাইনে ফাঁস হল। যার নাম Royal Enfield Himalayan 650।

এই খবর প্রকাশ্যে আসার আগে Himalayan 450 তৈরির খবর নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছিল। তবে এবারে রিপোর্টের দাবি সংস্থা, এর পাশাপাত্রি একটি ৬৫০ সিসি অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের উপর কাজ করছে, যা হিমালয়ানের বড় ভার্সন হিসাবে আসতে পারে। যার সামনে ও পেছনের চাকায় ওয়্যার স্পোক থাকবে। এছাড়া উঁচু সিট, বৃহৎ উইন্ডস্ক্রিন, এবং বড় হ্যান্ডেলবার দেওয়া হবে।

অফ-রোডে উপযুক্ত করে তোলার জন্য বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং শক্তিশালী টায়ার থাকবে। যা বাজার চলতি Himalayan 411-এর চাইতেও চালককে বেশি সুবিধা দেবে। ডিজাইনের বিষয়ে বললে, এতে দেখা যালে আপসোয়েপ্ট কভার, লাগেজ র‍্যাক, লং ট্রাভেল সাসপেনশন এবং বড় ফুয়েল ট্যাঙ্কের পাশাপাশি নিচু রাইডিং পোস্চার এবং উঁচু রাইডারের সিট।

তবে ফাঁস হওয়া ছবিতে ৬৫০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির কেবলমাত্র একটি নকশাচিত্র দেখা গিয়েছে। এটি যে একটি প্রিমিয়াম অ্যাডভেঞ্চার মডেল হিসেবে বাজারে পা রাখবে সেই প্রসঙ্গে কোনো সন্দেহ নেই। তবে বাইকটি কবে বাজারে আসবে তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা আসেনি। অনুমান করা হচ্ছে এটি SG650-র প্রোডাকশন মডেল এবং ৬৫০ সিসি স্ক্র্যাম লঞ্চের পরই বাজারে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *