আসছে পপ আপ সেলফি ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন, নাম হতে পারে Redmi K30 Ultra

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi কিছুদিন আগেই Redmi K30i 5G ফোন লঞ্চ করেছিল। কোম্পানি এবার এই সিরিজের নতুন ফোন আনছে বলে খবর সামনে এল। নতুন এই ফোনটির নাম হতে পারে Redmi K30 Ultra। যদিও অনেক রিপোর্টে একে Redmi K40 বলে দাবি করেছে। কারণ কিছুদিন আগে শাওমি তাদের রেডমি কে ৩০ এর আপগ্রেড ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছে বলে খবর সামনে এসেছিল।

XDA Developers এর রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি পপ আপ সেলফি ক্যামেরার সাথে আসবে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও কোয়ালকমের বদলে আমরা এই ফোনে মিডিয়াটেক প্রসেসর দেখবো। XDA Developers এর একজন ফোরাম মেম্বার MIUI 12 বিল্টের সাথে এই ফোনটিকে দেখেছে। যেখানে ফোনটির কোড নেম ছিল “cezanne।” তবে কোম্পানির তরফে এই ফোনটি Redmi K30 Ultra নাকি Redmi K40 হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

আপনাদের জানিয়ে রাখি কিছুদিন আগে Redmi K40 কে 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের মডেল নম্বর M2006J10C। ওয়েবসাইট থেকে জানা গেছে এই ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসবে। এরসাথে এই ফোনে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

শুধু তাই নয় সম্প্রতি রেডমি কে ৪০ কে মিডিয়াটেক ডিমেন্সিটি ১০০০ প্লাস প্রসেসরের সাথে দেখা গেছে। ফলে এই দাবি কেও উড়িয়ে দেওয়া যায়না যে, ফোনটি রেডমি কে ৩০ আলট্রা না হয়ে রেডমি কে ৪০ হবে। এখন দেখার শাওমি তাদের এই নতুন ফোন কে কোন নামে বাজারে আনে। প্রসঙ্গত রেডমি কে সিরিজে শাওমি এতদিন কোয়ালকম প্রসেসরের ব্যবহার করে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *