2022 সালে Royal Enfield এর ব্যাপক বিক্রি, ছন্দ বজায় রাখতে এই বছরে তিন নতুন বাইক লঞ্চ

ব্যবসা মানেই কখনো জোয়ার আবার কখনো ভাটা। ২০২২-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ভারতের দু’চাকা গাড়ি শিল্পে ঠিক তেমন চিত্রই উঠে এসেছে। ২০২৩ শুরু হতেই বিভিন্ন সংস্থা একে একে তাদের আগের মাসের ব্যবসার পরিসংখ্যান সর্বসমক্ষে হাজির করেছে। ভারতের অন্যতম রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। গত মাসের ব্যবসার হালহকিকত বলছে তাদের বেচাকেনায় ৭% ঘাটতি গিয়েছে।

২০২২-এর ডিসেম্বরে রয়্যাল এনফিল্ড মোট ৬৮,৪০০টি মোটরসাইকেলের নতুন ক্রেতার হদিশ পেয়েছে। যেখানে ২০২১ এর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৭৩,৭৩৯ ইউনিট। অন্যদিকে ভারতের বাজারে ২০২১-এর ডিসেম্বরের (৬৫,১৮৭) তুলনায় ২০২২-এর ডিসেম্বরে (৫৯,৮২১) সংস্থার বিক্রিবাটা ৮% কমেছে। এদিকে গত মাসে টু-হুইলারের রপ্তানি হয়েছে ৮,৫৭৯ ইউনিট, যেখানে এক বছর আগে আর্ন্তজাতিক বাজারে ৮,৫৫২ ইউনিট মোটরসাইকেল এক্সপোর্ট হয়েছিল।

এদিকে ২০২২-২৩ এ রয়্যাল এনফিল্ড মোট ৬,১৬,৩৭০টি মোটরবাইক বিক্রি করেছে। এর আগের বছর অর্থাৎ ২০২১-২২ এ তাদের বিক্রির পরিমাণ ছিল ৪,১৬,৫৯৩। এক্ষেত্রে ২০২১ সালের তুলনায় গত বছর রয়্যাল এনফিল্ডের টু-হুইলার বিক্রি ৪৮ শতাংশ বাড়তে দেখা গিয়েছে। আর ২০২৩ সালে Classic 350-এর নির্মাতার তরফের তিনটি নতুন মোটরসাইকেল বাজারে আনা হবে।

Royal Enfield Super Meteor 650

ফ্ল্যাগশিপ ক্রুজার মডেল হিসেবে ২০২৩-এর জানুয়ারিতে লঞ্চ হবে Super Meteor 650। সংস্থার সবচেয়ে দামি মডেল হওয়ার কারণে এর টপ স্পেক ভ্যারিয়েন্টটির মূল্য ৪ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এটি ইতালির মিলানে EICMA এবং ভারতের রাইডার ম্যানিয়া-তে আত্মপ্রকাশ করেছে। একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিনে ছুটবে মোটরসাইকেলটি।

Royal Enfield Bullet 350

নতুন বছরে রয়্যাল এনফিল্ডের দীর্ঘদিনের আবেগ বুলেট ৩৫০ নয়া ভার্সনে হাজির হতে চলেছে। ইতিমধ্যেই ভারতের রাস্তায় একাধিকবার ট্রায়াল চলাকালীন বাইকটির দেখা মিলেছে। আশা করা হচ্ছে, ২০২৩-এর মাঝামাঝি সময়ের আগেই বাজারে হাজির হবে বাইকটি। এটি সংস্থার J সিরিজ ইঞ্জিন সহ আসবে।

Royal Enfield Himalayan 450

চেন্নাইয়ের সংস্থাটি তাদের নতুন ৪৫০ সিসির একাধিক মোটরসাইকেল তৈরি করছে। একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে লিকুইড কুল্ড ইঞ্জিন সহ আসবে এগুলি। এর মধ্যে সর্বপ্রথম বাজারে আসতে পারে Himalayan 450। এদেশে বাইকটির টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। ২০২৩-এর দ্বিতীয়ার্ধে ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টে মডেলটি লঞ্চ হতে পারে। এটি KTM 390 Adventure-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ইঞ্জিনের আউটপুট হতে পারে ৪০ বিএইচপি।