রাত পোহালেই লঞ্চ, Royal Enfield-কে টক্কর দিতে আসা Honda-র নয়া বাইকের খুঁটিনাটি জেনে নিন

জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) আগামীকাল তাদের CB350 মোটরসাইকেলের নতুন ভার্সন লঞ্চ করবে। এখনও পর্যন্ত এই বাইকটি একটি মডার্ন রেট্রো ডিজাইনে অফার করা হতো। যার নাম – CB350 H’ness। আবার এর স্পোর্টি ভার্সনটি হল – CB350RS। তবে এবারের আসন্ন মডেলটি হচ্ছে একটি ক্যাফে রেসার গোত্রের।

Honda CB350 Cafe Racer খুঁটিনাটি

অনুমান করা হচ্ছে হোন্ডার সিবি৩৫০-র লাইনআপে আসন্ন ক্যাফে রেসার মডেলটি শীর্ষস্থান দখল করবে। তাই এর প্রাইস রেঞ্জ ২.১৫ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার নতুন পেইন্ট স্কিম মূল্যে নয়া মাত্রা যোগ করতে পারে।

বাইকটির ফাঁস হওয়া ছবি দেখে এর পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। যেমন CB350 ক্যাফে রেসার মডেলটির এলইডি হেডল্যাম্পের সাথে থাকবে একটি কাউল, একটি নতুন ফুয়েল ট্যাঙ্ক, ভিন্ন সিট এবং সর্বোপরি ক্যাফে রেসার লুক ফুটিয়ে তুলতে একটি টেল কাউল। এছাড়া বাইকটিতে অফার করা হবে একটি দীর্ঘ উইন্ডস্ক্রিন, নাকেল গার্ড এবং পিলিয়ন ব্যাকরেস্ট।

Honda CB350 Cafe Racer স্পেসিফিকেশন

কারিগরি দিক থেকে Honda CB350 Cafe Racer-এ কোন পরিবর্তন নজরে পড়বে না। সংস্থার লাইনআপে অন্যান্য মডেলের মতোই এটিও একটি ৩৪৮.৩৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ২০.৭ বিএইচপি শক্তি এবং ৩,০০০ আরপিএম গতিতে ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে।

মোটরের সাথে থাকবে একটি ফাইভ স্পিড গিয়ারবক্স। তবে আসন্ন CB350-এর ক্যাফে রেসারের চরিত্রগত বৈশিষ্ট্যের সাথে মিল রেখে হোন্ডা এতে আরও কিছু পরিবর্তন ঘটানো হবে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।