Royal Enfield-কে টেক্কা দিতে QJ Motor রেট্রো মোটরসাইকেল লঞ্চ করল, দাম 2.69 লাখ

চীনের প্রসিদ্ধ টু-হুইলার ব্র্যান্ড কিউজে মোটরস (QJ Motors) সদ্যই ভারতে পদার্পন করেছে। এদেশে পা রাখা মাত্রই তারা একসাথে চারটি ভিন্ন সেগমেন্টের মোটরবাইক হাজির করে। যেগুলি হল – SRC 250, SRV 300, SRK 400 এবং SRC 500। তবে আজকের আলোচনার মডেলটি SRC 500। এদের যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে সেগুলি এদেশে অ্যাসেন্বল করে বাইক তৈরি করা হবে। তারপর সেগুলি বাজারে বিক্রি করা হবে। আসুন QJ SRC 500-এর সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

QJ SRC 500 ডিজাইন

Benelli Imperiale 400-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে SRC 500। এতে রয়েছে একটি বৃহৎ ইঞ্জিন। আবার ডিজাইনের প্রসঙ্গে বললে বাইকটিতে একটি টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক ব্ল্যাক পেইন্টেড ইঞ্জিন এবং ট্রান্সমিশন কেসিং, ৯-স্পোক ব্ল্যাক অ্যালয় হুইল এবং একটি সিঙ্গেল সাইডেড ক্রোম এগজস্ট পাইপের দেখা মেলে। সিটের পেছনে ব্যাকরেস্ট নেই। তবে দুই পাশে ক্রোম ফিনিশড গ্রিপের দেখা মিলেছে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ এতে দেওয়া হয়েছে গোলাকৃতি হেডল্যাম্প।

QJ SRC 500 স্পেসিফিকেশন

বাইকটি দৈর্ঘ্যে ২,৭১০ মিমি, প্রস্থে ৮২০ মিমি এবং উচ্চতায় ১,১২০ মিমি। আবার হুইলবেস ১,৪৪০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি। ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ১৫.৫ লিটার, কার্ব ওয়েট ২০৫ কেজি এবং মাটি থেকে সিটের উচ্চতা ৮০০ মিমি। এর সামনে একটি ১০০/৯০ সেকশন ১৯ ইঞ্চি হুইল এবং পেছনে ১৩০/৮০ সেকশন ১৮ ইঞ্চি রিম দেওয়া হয়েছে। আবার ডুয়েল চ্যানেল এবিএস আছে।

QJ SRC 500 ইঞ্জিন এবং ট্রান্সমিশন

SRC 500-তে উপলব্ধ একটি ৪৮০ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এতে রয়েছে সিলিন্ডার প্রতি দুটি ভাল্ভ এবং SOHC ডিজাইন। এটি থেকে ৫,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৫.৫ এইচপি শক্তি এবং ৪,২৫০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ার বক্স। বাইকটি তিনটি কালার অপশনে উপলব্ধ – সিলভার ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক, এবং রেড হোয়াইট। দাম যথাক্রমে ২.৬৯ লাখ, ২.৭৯ লাখ, এবং ২.৭৯ লাখ (এক্স-শোরুম)।