ZTE Blade V40 Vita বিশাল বড় ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হল, দাম ও অন্যান্য ফিচার জেনে নিন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড জেডটিই গতকালই (৩১ মে) মালয়েশিয়ার বাজারে লঞ্চ করেছে তাদের ZTE Blade V40 Vita হ্যান্ডসেটটি। এই ফোনটি এলসিডি ডিসপ্লে, Unisoc T606 চিপসেট এবং ৪জিবি র‍্যামের সাথে এসেছে। আবার Blade V40 Vita মডেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২৮ জিবি স্টোরেজও মিলবে। চলুন এই নতুন জেডটিই হ্যান্ডসেটটির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

জেডটিই ব্লেড ভি৪০ ভিটা-এর দাম ও লভ্যতা (ZTE Blade V40 Vita Price and Availability)

মালয়েশিয়ায় জেডটিই ব্লেড ভি৪০ ভিটা-এর একক ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৫৯৯ রিঙ্গিত (প্রায় ১০,৬৫০ টাকা)। এই হ্যান্ডসেটটি পাইন গ্রিন এবং জিউস ব্ল্যাক- এই দুটি চমকপ্রদ কালার অপশনে বেছে নেওয়া যাবে। মালয়েশিয়ায় জেডটিই ব্লেড ভি৪০ ভিটা-এর এক্সক্লুসিভ রিটেইলার হল শোপি (Shopee)। সংস্থা নিশ্চিত করেছে যে, আগামী মাসের মাঝামাঝি সময় থেকে এই নতুন স্মার্টফোনটির প্রি-অর্ডার প্রক্রিয়াটি শুরু হবে।

জেডটিই ব্লেড ভি৪০ ভিটা-এর স্পেসিফিকেশন (ZTE Blade V40 Vita Specifications)

জেডটিই ব্লেড ভি৪০ ভিটা-এ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ চিপসেট দ্বারা চালিত এবং এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব।

ক্যামেরার ক্ষেত্রে, ZTE Blade V40 Vita-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ভিডিও কলের জন্য, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ZTE Blade V40 Vita-এ ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাইওএস ১১ (MYOS 11) কাস্টম স্কিনে রান করে।