দ্বিতীয়বার দাম কমলো Oppo A12 এর, এখন পাবেন কেবল ৮৪৯০ টাকায়

ফের দাম কমলো বাজেট ফোন Oppo A12 এর। গত জুনে ভারতে লঞ্চ হওয়ার পর দ্বিতীয়বার ফোনটির দাম কামানো হল। জানিয়ে রাখি লঞ্চের সময় অপ্পো এ১২ এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ছিল ৯,৯৯৯ টাকা। তবে এখন ফোনটি ৮,৪৯০ টাকা থেকে পাওয়া যাবে। অপ্পো ইন্ডিয়ার তরফে টুইটারে তাদের এই বাজেট ফোনের দাম কমানোর কথা ঘোষণা করা হয়েছে। Oppo A12 ফোনে আছে ৪,২৩০ এমএএইচ ব্যাটারি, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A12 এর নতুন দাম

অপ্পো এ১২ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যায়। এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ছিল ৮,৯৯০ টাকা। তবে এখন এই ভ্যারিয়েন্ট ৮,৪৯০ টাকায় কেনা যাবে। আবার ১১,৪৯০ টাকার বদলে ১০,৯৯০ টাকায় পাওয়া যাবে এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনটি ব্ল্যাক ও ব্লু কালারে উপলব্ধ।

Oppo A12 এর স্পেসিফিকেশন

অপ্পো এ ১২ ফোনে আছে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ ডিসপ্লে । এর পিক্সেল রেজোলিউশন ১৫২০x ৭২০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯:৯। আবার এর স্ক্রিন টু বডি রেশিও ৮৯। এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন উপলব্ধ। এই ফোনে ব্যবহার করা হেয়ছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। সাথে ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। সিকিউরিটির জন্য ফোনের পিছনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A12 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এর অ্যাপারচার এফ/২.২। এছাড়াও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনের সামনে আছে এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি ৪,২৩০ এমএএইচ ব্যাটারিরি সাথে এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে পাবেন অ্যান্ড্রয়েড পাই ভিত্তিক কালারওএস ৬.১।