Classic, Hunter 350 কিনতে শোরুমে ভিড়, প্রেমের মাসে Royal Enfied এর বিক্রি বাড়ল 21%

ভারতের জনপ্রিয় রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে তাদের ব্যবসার পরিসংখ্যান সর্বসমক্ষে হাজির করল। যেখানে দেখা গেছে, গত মাসে সংস্থাটি মোট ৭১,৫৪৪ ইউনিট টু-হুইলার বিক্রি করতে পেরেছে। যেখানে আগের বছর ওই সময়ে বিক্রির সংখ্যা ছিল ৫৯,১৬০ ইউনিট। ফলে গত মাসের মোটরসাইকেল বিক্রিতে প্রায় ২১ শতাংশ উত্থান দেখেছে চেন্নাইয়ের সংস্থাটি।

2023 এর ফেব্রুয়ারিতে Royal Enfield এর বাইক বিক্রি

বিক্রিতে এই অগ্রগতির পেছনে সর্বাধিক অবদান রেখেছে ৩৫০ সিসি মডেলগুলি। যেমন – Classic, Meteor এবং Hunter। শুধু দেশের বাজারে গত মাসে রয়্যাল এনফিল্ড ৬৪,৪৩৬টি বাইক বেচেছে। যেখানে আগের বছর ওই সময়ে এই সংখ্যাটি ছিল ৫২,১৩৫। ফলে গত মাসের বিক্রিতে ২৪% উত্থান নজর করা গেছে।

Royal Enfield-এর রপ্তানি

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে রয়্যাল এনফিল্ড মোট ৭,১০৮টি মোটরসাইকেল রপ্তানি করেছে। তুলনা স্বরূপ ফেব্রুয়ারি ২০২২-এ তাদের বাইক সরবরাহের পরিমাণ ছিল ৭,০২৫ ইউনিট। ফলে এক্ষেত্রে এক বছরের ব্যবধানে খুব একটা হেরফের লক্ষ্য করা যায়নি।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি মোটরসাইকেলগুলিকে বরাবরই বেচাকেনায় সর্বাধিক ভূমিকা পালন করতে দেখা যায়। গত মাসে এই সেগমেন্টে তাদের ৬৪,৮১০টি বাইক বিক্রি হয়েছে, যা গত বছর ওই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি। আবার ক’দিন আগেই Hunter 350 এর বিক্রি এক লাখ ইউনিটের মাইলফলক স্পর্শ করেছে।

২০২২ সালের আগস্ট থেকে শুরু করে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এই ছয় মাসেই হান্টার ৩৫০ এর বিক্রি ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। যদিও সংস্থা সূত্রের খবর, ৩৫০ সিসির বড় ইঞ্জিনের মডেল যেমন – Himalayan 411 এবং ৬৫০ সিসি মোটরবাইকগুলির বিক্রি ২০২২-এর ফেব্রুয়ারির ৯,৬৭৬ ইউনিট বিক্রির থেকে ৩০% কমে কমে গত মাসে ৬,৭৩৪ হয়েছে।

জানিয়ে রাখা, রয়্যাল এনফিল্ড ২০২২ এর এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৭,৬২,৬৬০ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছে। যেখানে ২০২১-এর এপ্রিল থেকে ২০২২-এর এই সময় পর্যন্ত বেচাকেনার পরিমাণ ছিল ৫,৩৪,৫৯১ ইউনিট। ফলে বিক্রিতে ৪৩ শতাংশ জোয়ার দেখেছে সংস্থা। আবার ওই একই সময়ে রপ্তানি ৭১,৮৩২ (এপ্রিল,২০২২ – ফেব্রুয়ারি ২০২৩) থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৭,৭০৪-এ। ফলে এ ক্ষেত্রে ২২% অগ্রগতি ঘটেছে।